কমরেড নজরুল ইসলামের ২০তম মৃত্যুবার্ষিকী পালিত

    0
    222

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২১মে: এ দেশে জনগণতান্ত্রিক বিপ্লবের কাজ এগিয়ে নিতে কমরেড নজরুল ইসলাম আমৃত্যু শ্রেণী সংগ্রামে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি (এমএল) তথা (ইপিসিপিএমএল) এর প্রথম গঠিত কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন তিনি। পরবর্তীতে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ৯২ সালে ঐক্যের ধারায় গঠিত বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য নির্বাচিত হন।

    খুলনার শ্রমিক অ লে জুট বেলিং শ্রমিকদের সংগঠিত করার কাজে নিয়োজিত থেকে তিনি শ্রমিক আন্দোলনের ধারায় যুক্ত হন। ১৯৯৫ সালের ২১ মে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি পলিটব্যুরো কমরেড নজরুল ইসলামের ২০তম মৃত্যুবার্ষিকীতে আজ পার্টি কার্যালয়ে দুপুর ১২টায় তার স্মরণে স্থাপিত প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

    পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি কমরেড নজরুলের প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তার সাথে পলিটব্যুরো সদস্য কমরেড কামরূল আহসান, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড তপন দত্ত চৌধুরী, কেন্দ্রীয় কমিটির বিকল্প সদস্য কমরেড মোস্তফা আলমগীর রতন, কমরেড সাব্বাহ আলী খান কলিন্স, ঢাকা মহানগর পার্টির সাধারণ সম্পাদক কমরেড কিশোর রায় প্রমুখ উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনা জেলা কমিটির উদ্যোগে আজ বিকেল ৪টায় আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

    আলোচনা সভায় প্রধান হিসেবে বক্তব্য রাখবেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য কমরেড বিমল বিশ্বাস। খুলনা জেলা পার্টির সভাপতি ও পার্টির পলিটব্যুরো সদস্য কমরেড হাফিজুর রহমান ভুইয়া, সাধারণ সম্পাদক কমরেড এ্যাড. মিনা মিজানুর রহমানসহ জেলা নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি