কবি ও কলামিস্ট ফরহাদ মজহারকে উদ্ধার করেছে র‍্যাব

    0
    206

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,০৪জুলাই,ডেস্ক নিউজঃ কবি ও কলামিস্ট ফরহাদ মজহারকে বাংলাদেশের যশোর জেলার নোয়াপাড়ায় ঢাকাগামী একটি বাস থেকে উদ্ধার করেছে র‍্যাব।

    স্থানীয় পুলিশ এবং র‍্যাব এই উদ্ধারের ঘটনা নিশ্চিত করেছে।যশোরের অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানিয়েছেন, উদ্ধারের পর মি. মজহারকে থানায় নিয়ে আসা হয়।

    র‌্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান জানান, তাদের কাছে খবর ছিল ফরহাদ মজহার খুলনা এলাকাতেই রয়েছেন। সেই খবর অনুযায়ী তারা খুলনার বিভিন্ন এলাকায় তল্লাশি চালান।

    র‌্যাবের একটি টহলদল নোয়াপাড়ার একটি বাস আটকে তল্লাশি করলে সেই বাস থেকে তাকে উদ্ধার করা হয়।

    র‌্যাব বলছে, এখন তাকে জিজ্ঞাসাবাদের জন্য খুলনায় নিয়ে যাওয়া হবে।

    উদ্ধারের সময় মি. মজহার একাই ছিলেন। তার আচরণেরও কিছু ‘অস্বাভাবিকতা’ দেখা যাচ্ছে বলে জানান অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

    মি. মজহারের স্ত্রী ফরিদা আক্তার বিবিসিকে বলেন, তাকেও র্র‍্যাব থেকে তার স্বামীকে উদ্ধারের খবর জানানো হয়েছে। তিনি জানান, তার সাথে মোবাইল ফোনে মি. মজহারের কথাও বলিয়ে দেয়া হয়েছে, কিন্তু গলা শুনে তার স্বামীকে বেশ ক্লান্ত এবং হতচকিত মনে হয়েছে।

    ফরহাদ মজহারকে সোমবার ভোর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছিল তার পরিবার।

    ঢাকার শ্যামলীর নিজের বাসা থেকে ভোর পাঁচটার দিকে একটা ফোন পেয়ে বের হয়ে যান ফরহাদ মজহার।

    এরপর তার মোবাইল ফোন ব্যবহার করে একাধিকবার মুক্তিপণও দাবী করা হয়েছিল বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।সুত্রঃ বিবিসি