কথা রাখলেন মৌলভীবাজারের পুলিশ সুপার ফারুক আহমদ

    0
    249

    জুড়ীতে ট্রাফিক পুলিশ কার্যক্রমের শুভ উদ্বোধন

    হাবিবুর রহমান খান,জুড়ী প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে সন্ত্রাস দমন, ইভটিজিং, মাদক ও আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় গত ৮ সেপ্টেম্বর মৌলভীবাজারের নবাগত পুলিশ সুপার ফারুক আহমদ পিপিএম (বার) জুড়ী শহরের যানজট নিরসনকল্পে ট্রাফিক পুলিশ প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। আজ ২ ডিসেম্বর সোমবার পুলিশ সুপার তাঁর কথা রাখলেন।
    এ উপলক্ষ্য জুড়ী নিউ মার্কেট এলাকায় আয়োজিত শুভ উদ্বোধনী অনুষ্ঠানে জুড়ী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রাফিক পুলিশ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার  কুলাউড়া সার্কেল সাদেক কাওসার দস্তগীর।
    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এএসপি হুমায়ুন কবির, জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মুইদ ফারুক, ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, ওসি তদন্ত আমিনুল ইসলাম সেলিম, ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী আয়াজ উদ্দিন, সম্পাদক এম এ মহসিন মুইন, নুরুল আম্বিয়া, পশ্চিম জুড়ী ইউপি চেয়ারম্যান শ্রীকান্ত দাস, সদর জায়ফরনগর ইউপির চেয়ারম্যান হাজী মাছুম রেজা, পুলিশ অফিসার জাহাঙ্গীর আলম, রফিক আহমদ, সুরুজ আলী  প্রমুখ।
    এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি মঞ্জুরে আলম লাল, জুড়ী অনলাইন প্রেসক্লাবের সভাপতি এস এম জালাল উদ্দিন, সহ সভাপতি এবিএম নুরুল হক, সাবেক সম্পাদক এম এম সামছুল ইসলাম, সম্পাদক তাজুল ইসলাম,  কবি ও সাংবাদিক এম রাজু আহমদ, আল আমিন প্রমূখ।
    অনুষ্ঠানে ট্রাফিক পুলিশ প্রদানে “কথা দিয়ে কথা রাখলেন” পুলিশ সুপার ফারুক আহমদ পিপিএম বার কে জুড়ী উপজেলা বাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন সহ শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানানো হয়।