কণ্ঠশিল্পী আরফিন রুমির বিরুদ্ধে স্ত্রীর মামলাটি খারিজ

    0
    226

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১১মার্চঃ কণ্ঠশিল্পী আরফিন রুমির বিরুদ্ধে প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করার অপরাধের অভিযোগে মামলাটি খারিজ করে দিয়েছেন ঢাকার মুখ্য মহানগর হাকিম (সি্এমএম) আদালত।

    বুধবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আনোয়ার ছাদাত আসামি আরফিন রুমির উপস্থিতিতে মামলাটি খারিজ করে আদেশ দেন।
    তবে এ সময় মামলার বাদী লামিয়া ইসলাম আদালতে উপস্হিত ছিলেন না। তার পক্ষে সময়ের আবেদন করলে তা নামন্জুর করেন আদালত।

    এর আগে আদালতের বাইরে বাদীর সঙ্গে আরফিন রুমির মামলার আপোষ-নিষ্পত্তি হয়। তার ভিত্তিতে বুধবার এই মামলাসহ রুমির বিরুদ্ধে করা মোট তিনটি মামলা খারিজ করে দিলেন আদালত।

    গত বছর ৩০ এপ্রিল আরফিন রুমির প্রথম স্ত্রী লামিয়া ইসলাম অনন্যা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কেশব রায় চৌধুরীর আদালতে এই মামলাটি করেন।

    মামলায় দ্বিতীয় বিয়ের কাবিননামা দাখিল করার পাশাপাশি ওই বিয়ের কাজি মোঃ নাছির উদ্দিনকে সাক্ষী করা হয়।

    গত ২০০৮ সালের ১৭ এপ্রিল আরফিন রুমির সঙ্গে বিয়ে হয় লামিয়া ইসলাম অনন্যার। ২০১০ সালের ২৯ সেপ্টেম্বর তাদের একটি পুত্র সন্তানের জন্ম হয়। একমাত্র সন্তান সামস তাবরীজ আরিয়ানের বয়স এখন চার বছর।

    মামলায় অভিযোগ করা হয়েছিল, বিয়ের পর থেকেই রুমি লামিয়ার পরিবারের কাছে যৌতুক দাবি করে আসছিলেন। সর্বশেষ ২০ লাখ টাকা যৌতুক না দিলে রুমি আরেকটি বিয়ে করার হুমকি দেয়।

    লামিয়া জানান, চাহিদামতো যৌতুক না দেয়ায় রুমি ২০১২ সালের ২৪ অক্টোবর আমেরিকা প্রবাসী কামরুননেসাকে দ্বিতীয় বিয়ে করে।

    লামিয়া আরো বলেন, দ্বিতীয় বিয়ের জন্য রুমি তার কিংবা সালিশি পরিষদের কোনো অনুমতি নেননি।

    ২০১৩ সালের ১২ অক্টোবর মোহাম্মদপুর থানায় লামিয়ার করা মামলায় কাদেরাবাদ হাউজিংয়ের নিজ বাসা থেকে ভাই এস এম ইয়াসিন রনিসহ গ্রেফতার হন রুমি।
    ওই দিনই তাদেরকে শর্ত সাপেক্ষে জামিন দেন বিজ্ঞ আদালত।