কক্সবাজারে মালয়েশিয়াগামী ট্রলার ডুবিঃ৮লাশ উদ্ধার

    0
    231

    আমারসিলেট24ডটকম,৩০জানুয়ারীকক্সবাজারের কুতুবদিয়ায় বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী ট্রলার ডুবির ঘটনায় ৮ জনের লাশ উদ্ধার করেছে কোস্ট গার্ড। আজ শুক্রবার সকালে নৌ-বাহিনী-কোস্টগার্ড ও স্থানীয়দের যৌথ অভিযানে মহেশখালী চ্যানেল থেকে এ লাশগুলো উদ্ধার করা হয়। নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে কোস্টগার্ডের তানভীর ও তৌহিদ, নৌ-বাহিনীর অতন্দ্র ও অপরাজেয় নামের ৪টি উদ্ধার যান।
    এদিকে ডুবির ঘটনায় উদ্ধারকৃত যাত্রীদের কাছ থেকে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। কোস্টগার্ডের ধাওয়ায় এ ঘটনা ঘটেছে বলে দাবী করা হলেও মূলত ট্রলার ডুবির ঘটনা ঘটেছে সাগরপথে মালয়েশিয়া নিয়ে যাওয়া দালাল ও যাত্রীদের মধ্যে বাকবিতন্ডা-ধাক্কাধাক্কি ও মাঝির অসাবধানতার কারণেই। তবে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ বলছে অতিরিক্ত যাত্রী বোঝাই এবং টেউয়ের ধাক্ষায় পড়ে ট্রলারটি ডুবে যায়।
    জানা গেছে, গতকাল বৃহস্পতিবার ট্রলারডুবির ঘটনায় জীবিত উদ্ধারকৃত ৪২ যাত্রীদের মধ্যে ৩২ জনকে কুতুবদিয়া চ্যানেল ও ১০ জনকে মহেশখালীর মাতারবাড়ি চ্যানেল থেকে ভাসমান উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের মহেশখালী, কুতুববদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়া এ ঘটনায় চিহ্নিত ১১ দালালের বিরুদ্ধে কুতুবদিয়া থানার পুলিশ বাদী হয়ে শুক্রবার সকালে মানবপাচার আইনে একটি মামলা করেছে বলে জানিয়েছেন কুতুবদিয়া থানার ওসি অংসা থোয়াই।
    অপরদক কোস্টগার্ডের পূর্ব জোনের জোনাল অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার ফজলুল করিম জানান, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে শতাধিক যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনায় ১১ দালালের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১টার দিকে পুলিশ বাদি হয়ে কুতুবদিয়া থানায় এ মামলা করেন।
    প্রসঙ্গত চট্টগ্রাম বন্দরের ১৫নং জেটি থেকে বুধবার দুপুরে ২০ জন যাত্রী নিয়ে এফবি ইদ্রিস নামের একটি ফিশিং ট্রলার মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করে সাগর পথে। পথিমধ্যে ট্রলারটি বাঁশখালীর ছনুয়া, পেকুয়ার মগনামা ও করিয়ারদিয়া থেকে আরো শতাধিক যাত্রী উক্ত ট্রলারটিতে বোঝাই করে। বৃহস্পতিবার ভোরে বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলের দক্ষিণ-পশ্চিম মোহনায় পৌঁছলে টেউয়ের ধাক্ষায় পড়ে ট্রলারটি ডুবে যায়।