ওয়েলস বাংলাদেশ চেম্বার অব কমার্স ইউকে‘র ডিনার পার্টি

    0
    246

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৮ডিসেম্বর,এ,কে,মামুন,লন্ডন থেকে: বিপুল উৎসাহ উদ্দীপনায় ও আনন্দঘন পরিবেশে বৃটেনের কার্ডিফ ছাড়াও ওয়েলস স্কটল্যান্ড মিডল্যান্ড বার্মিংহাম সেন্ট্রাললন্ডনসহ বিভিন্ন শহর থেকে পাঁচ শতাধিক ব্যবসায়ী, এমপি, কাউন্সিলার, এসেম্বলী মেম্বার বাঙ্গালী কমিউনিটি ছাড়াও বৃটিশ বিভিন্ন দলের লেবার, টরি, লিবডেম ও প্ল্যাইডসহ রাজনীতিবিদ কমিউনিটি নেতৃবৃন্দ ও ব্যবসায়ী উদ্যোক্তাদের এক মিলনমেলায় পরিণত হয়।
    অতি সম্প্রতি ওয়েলস বাংলাদেশ চেম্বারের প্রেসিডেন্ট এম দিরাবর এ হোসাইনের সভাপতিত্বে এবং চেম্বারের জেনারেল সেক্রেটারী মাহবুবস নূর মাবস ও সাউথ ওয়েলস ইউনিভার্সিটির ড: নিসা ডেভিসের পরিচালনায় অনুষ্ঠিত গালা ডিনার ও নেটওয়ার্কিং ইভেন্ট অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বৃটেনে বাংলাদেশের হাই কমিশনার হিজ এক্সেলেন্সি মোহাম্মদ আব্দুল হান্নান।
    বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসের ভাইস চ্যান্সেলার জুলি লাইডন ওবিই, ওয়েলস সরকারের ডাইরেক্টর অব সেক্টর এন্ড বিজন্যাস মাইক মাকগির, শেড অনলাইনের এমডি এম এ মালিক, কনজারভেটিভ পার্টির এন্ড্যু ডেভিস ও চেম্বারের ভাইস চেয়ারম্যান মো: আনা মিয়া প্রমুখ নেতৃবৃন্দ।
    অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে বাংলা একাডেমী ইউকের শিল্পীদের নৃত্য ও স্থানীয় ওয়েলস ও চাইনিজ শিল্পীদের অংশগ্রহনে উপস্থিত সুধীবৃন্দ মনোমুগ্ধকর পরিবেশনার ভুয়শী প্রশংসা করেন।
    প্রধান অতিথির বক্তব্যে বৃটেনে বাংলাদেশের হাই কমিশনার হিজ এক্সেলেন্সি এম আব্দুল হান্নান ওয়েলসের সাথে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে সরকারের তরফ থেকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

    অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কার্ডিফের কনজারভেটিভ পার্টির এন্ড্যুডেভিস, বার্মিংহামের বাংলাদেশ হাই কমিশনের সহকারী হাই কমিশনার মো: জুলকার নাহেন, হাই কমিশনের কমার্শিয়াল কাউন্সিলার শরিফা খান, ওয়েলস ফুটবল এসোসিয়েশনের নেইল ওয়ার্ড, লেবার পার্টির জেফ চাটবাট, ইউরোপিয়ান বাংলাদেশ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট ড: ওয়ালি তমর উদ্দিন এমবিই, বিসিএর সিনিয়র ভাইস চেয়ারম্যান অলি খান, ট্রেজারার ফজল উদ্দিন, সেলিব্রেটি শেফ টিপু রহমান, সেলিব্রেটি শেফ রইস আলি, বিবিসি রেডিও প্রডিউসার কেইট রিমিংটন, এটিএন বাংলা ইউকের এমডি মো: সুফি মিয়া, বাংলাটিভি ইউকে‘র ওয়েলস এম্বেসেডর ও ওয়েলস বাংলানিউজের এডিটর সাংবাদিক মকিস মনসুর আহমদ, চ্যানেল এস ইউকে‘র হেড অব নিউজ এডিটর ৭১টিভি ইউকে‘র প্রতিনিধি তানভীর আহমদ, জি টেনের জরিফ মিয়া, চেম্বারের ডেপুটি জেনারেল সেক্রেটারী ইমতিয়াজ হোসেন জাকি, মিডিয়া ডাইরেক্টর আফজল খান মিতু, ট্রেজারার আবু তাহের খান রিপন, ইয়াহিয়া হাসান, মনোহর আলী, শাহ মো: শাফি কাদির, মুক্তার আহমদ, চেম্বারের ট্রেইড এন্ড ইনভেস্টমেন্ট ডাইরেক্টর আব্দুল আলিম মাইক, জিয়াউল হক, মুসলেহ উদ্দিন ও আব্দুল ফাহিম কয়েস, ফটোসাংবাদিক আজিজ আহমদ চৌধুরী জ্যাক, সালেহ রহমানসহ চেম্বারের অন্যান্য ডাইরেক্টরবৃন্দ ও কমিউনিটির বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
    অনুষ্টানে আগত অতিথিবৃন্দ ওয়েলস বাংলাদেশ চেম্বার অব কমার্সের কর্মকান্ডের ভুয়শী প্রশংসা করেন।
    সভাপতির বক্তব্যে চেম্বারের প্রেসিডেন্ট দিলাবর এ হোসাইন উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে চেম্বারের আগামী দিনের অগ্রযাত্রায় সবার সহযোগিতা কামনা করেন।