ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ

    0
    220

    আমার সিলেট  24 ডটকম,১১নভেম্বরঃ গতকাল সন্ধ্যায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেননের উত্তরার বাসায় ককটেল নিক্ষেপের প্রতিবাদে আজ ১১ নভেম্বর বিকেল ৩টায় ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগরের উদ্যোগে ঢাকা মহানগর সম্পাদক কিশোর রায়ের সভাপতিত্বে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, নুর আহমদ বকুল, কামরূল আহ্সান, মহানগর সম্পাদকমণ্ডলীর সদস্য মোস্তফা আলমগীর রতন। এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন, পলিটব্যুরো সদস্য নুরুল হাসান, কেন্দ্রীয় কমিটির সদস্য দীপংকর সাহা দীপু, আলী সিকদার, সাব্বাহ্ আলী খান কলিন্স, মুর্শিদা আক্তার ডেইজি, জাহাঙ্গীর আলম ফজলু, মোঃ তৌহিদ প্রমুখ।

    সমাবেশে নেতৃবৃন্দ ১৮ দলীয় জোটের নেত্রী বেগম জিয়াকে হরতাল, জ্বালাও-পোড়াও, মানুষ হত্যা, ভাংচুরের পথ থেকে সরে এসে গণতন্ত্রের পথে দাঁড়ানোর আহ্বান। ৮৪ ঘণ্টার হরতাল দিয়ে ২১ লক্ষ পরীক্ষার্থীর জীবন অনিশ্চিত করে তাদের অভিভাবকদের দুশ্চিন্তায় ফেলেছে। নেতৃবৃন্দ অবিলম্বে জননেতা রাশেদ খান মেননের বাসভবনসহ দেশব্যাপী বোমাবাজী নৈরাজ্যকারীদের আইনের আওয়াতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল পল্টন-জিরো পয়েন্ট-গোলাপশাহ মাজার-প্রেসক্লাব কদম ফোয়ারা হয়ে পার্টি অফিসে এসে শেষ হয়।