ওসমানীতে দুদিনে ৩২জনের মৃত্যুর অভিযোগঃতদন্ত কমিটি গঠন

    0
    217

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১০ফেব্রুয়ারী সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘণ্টায় ৫ নবজাতক ও ১০ শিশুসহ ৩২ জনের মৃত্যু হয়েছে বলে একটি সূত্রে জানা গেছে। সোমবার সন্ধ্যা থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে। ভুল চিকিৎসা এবং গাফিলতির কারণেই শিশুদের মৃত্যু হয়েছে বলে স্বজনদের অভিযোগ। এ ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানা গেছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ স্বজনদের অভিযোগ নাকচ করে দিয়ে জানিয়েছেন, বিভিন্ন রোগ ও ঠাণ্ডাজনিত কারণে এসব শিশুর মৃত্যু হয়েছে। এর জন্য চিকিৎসকরা দায়ী নয়।
    এই শিশুদের মধ্যে ৫ নবজাতক রয়েছে। গতকাল জন্ম হয়েছিল তাদের। বাকি ৫ শিশুর মধ্যে সর্বোচ্চ দেড় বছর বয়সী শিশু রয়েছে। এ ৫ শিশুর মধ্যে দুই শিশু গত রোববার থেকে এই হাসপাতালে চিকিৎসাধীন ছিল। অন্য তিন শিশুকে গতকাল সোমবার হাসপাতালে আনা হয়। মারা যাওয়া শিশুরা শিশু ওয়ার্ডসহ তিনটি ওয়ার্ডে ছিল। এই শিশুদের স্বজনদের অভিযোগ, চিকিৎসকদের অবহেলায় এদের মৃত্যু হয়েছে।
    এ অভিযোগ নাকচ করে হাসপাতালের উপ-পরিচালক আবদুস সালাম বলেন, ঠাণ্ডাজনিত সমস্যা, নিউমোনিয়া ও ডায়রিরার কারণে এই শিশুদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা পাওয়া গেছে। চিকিৎসকের অবহেলা ছিল না। এ ঘটনা তদন্তে ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে একটি সুত্র জানিয়েছে।