ওমানের রাষ্ট্রদূতের বাসভবনে সৌদি বিমান হামলা

    0
    322

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২০সেপ্টেম্বরঃ ইয়েমেনের রাজধানী সানায় নিযুক্ত ওমানের রাষ্ট্রদূতের বাসভবনে সৌদি বিমান হামলা হয়েছে। আজ (শনিবার) এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়। হামলায় বাসভবনের কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে এবং কেউ হতাহত হয়েছে কিনা তা জানা যায় নি।

    ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইয়েমেনে সৌদি হামলা সমস্ত আন্তর্জাতিক আইন-কানুনের লঙ্ঘন। একইসঙ্গে দেশটি ইয়েমেনে সৌদি হামলা বন্ধে কার্যকর ব্যবস্থা নেয়ার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে।

    গত ২৬ মার্চ থেকে সৌদি আরব জাতিসংঘের কোনা রকমের অনুমতি না নিয়েই ইয়েমেনে বিমান হামলা শুরু করেছে এবং এখনো তা চলছে। ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ যোদ্ধাদের দমন এবং পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় পুনর্বহাল করার লক্ষ্যে সৌদি আরব এ আগ্রাসন শুরু করেছে। তবে এখনো পর্যন্ত কোনো লক্ষ্যই বাস্তবায়ন করতে পারে নি রিয়াদ।ইরনা