ওগো বৈশাখী

    0
    243

    জালাল আহমেদ জয়

    অনেকটা পথ হেঁটে হেঁটে
    ক্লান্ততার ঝড় মেখে
    এলোমেলো চুলে
    বাতাসের গন্ধরাজে
    জাগিয়ে চারপাশ ঘুরে
    এলো বৈশাখ;অনেকটা ক্ষুধার্থ

    কই শুনছো নাকি
    এলো বৈশাখ
    ধান কাঁটার ঝুপঝাপ
    লেগে গেছে হাঁটুজল পানি বেয়ে
    কেঁটে চলছে কৃষক ফসলের ধানগুলো
    ভেবেছিলাম তোমায় নিয়ে যাবো ঐ
    ক্ষেতের ধারে চেয়ে চেয়ে দেখবো ধান
    কাঁটা আর তোমার কপালে
    লাগিয়ে দেবো একটা লাল টিপ।

    আসবে না তাই তো…
    এবার বৈশাখের ঝড়ে
    যাবো হারিয়ে
    উড়ে যাওয়া ধূলোর সাথে
    নয়’তো বা
    বয়ে চলা নদীর সাথে।
    তবুও বৈশাখী ঝড়…
    তোমায় নিয়েছি আপন করে…
    যতটুকু পারো
    দাও জ্বালিয়ে
    না হয় দাও নিবিয়ে।