ঐতিহাসিক চা শ্রমিক দিবস আজ

    0
    195
    ঐতিহাসিক চা শ্রমিক দিবস আজ
    ঐতিহাসিক চা শ্রমিক দিবস আজ

    হবিগঞ্জ, ২০ মে : আজ ঐতিহাসিক চা শ্রমিক দিবস। ১৯২১ সালের ২০ মে চা বাগান শ্রমিকরা বাগান ছেড়ে তাদের মুল্লুকে অর্থাৎ নিজ জন্মভূমিতে চলে যাওয়ার সময় চাঁদপুরের মেঘনাঘাটে বৃটিশ সৈন্যদের গুলিতে অনেক শ্রমিক মারা যায়। এরপর থেকে শ্রমিকরা প্রতি বছর ২০ মে চা শ্রমিক দিবস হিসেবে পালন করে আসছে। এ উপলক্ষে জেলার বিভিন্ন চা বাগানে শ্রমিকরা দিনব্যাপী কর্মসূচি পালন করবে। দিবসটি পালন উপলক্ষে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চান্দপুর, আমু, লস্করপুর, চাকলাপুঞ্জি ও দেউন্দি চা বাগানে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে।
    এ উপলক্ষে আজ সোমবার সন্ধ্যায় হবিগঞ্জ শিল্পকলা একাডেমীতে নাটক পরিবেশন করে দেউন্দি চা বাগানের প্রতিক থিয়েটার। সুনীল বিশ্বাসের রচনা ও নির্দেশনায় ‘মুলুকে চল’ নাটকটি পরিবেশন করা হবে। আলোচনা সভায় বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সেক্রেটারি জেনারেল ঝুনা চৌধুরী, অনিরুদ্ধ কুমার ধর শান্তনু ও তোফাজ্জল সোহেল উপস্থিত থাকবেন।