এ বছর হজ্জযাত্রার খরচ গত বছরের চেয়ে ৬ হাজার বেড়েছে

    0
    662

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১১জানুয়ারীঃ এ বছর হজ্জযাত্রায় খরচ গত বছরের চেয়ে ৬ হাজার টাকা বেড়েছে। চলতি “২০১৬” সালে সরকারি ব্যবস্থাপনায় হজে কোরবানীসহ ৩ লাখ ৬০ হাজার ২৮ টাকা খরচ হবে। কোরবানীসহ গত বছর সরকারি ব্যবস্থাপনায় হজ্জ পালনে মোট খরচ ছিল ৩ লাখ ৫৪ হাজার ৭৪৫ টাকা। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম  সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
    সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠকে ‘জাতীয় হজ্জ ও ওমরাহ নীতি-“২০১৬” এবং ‘হজ্জ প্যাকেজ-“২০১৬” এর খসড়া অনুমোদন  দেওয়া হয়।
    ২০১৬ সালে হজ্জে যেতে চাওয়া ব্যক্তিদের প্যাকেজ-১-এর মাধ্যমে হজ্জ পালনে খরচ হবে ৩ লাখ ৬০ হাজার এবং প্যাকেজ-২-এ ৩ লাখ ৪ হাজার টাকা। গত বছর প্যাকেজ-১-এর মাধ্যমে হজ্জ পালনে খরচ হয় ৩ লাখ ৫৪ হাজার ৭৫৪ এবং প্যাকেজ-২-এর মাধ্যমে খরচ হয় ২ লাখ ৯৬ হাজার ২০৬ টাকা।
    একই সঙ্গে হজ্জ গমনেচ্ছুদের সংখ্যা বাড়ছে ১২ হাজার। গত বছর এক লাখ এক হাজার ৭৫৮ জন বাংলাদেশ থেকে হজ্জে যাওয়ার অনুমতি ছিল। এবার যেতে পারবেন এক লাখ ১৩ হাজার ৮৬৮ জন।
    এর মধ্যে সরকারিভাবে যাবেন ৫ হাজার এবং বেসরকারিভাবে যাওয়ার অনুমতি রয়েছে ১ লাখ ৮ হাজার ৮৬৮ জন।