এ প্রজন্ম জ্ঞান বিজ্ঞানে আমাদেরকেও ছাড়িয়ে গেছে:মেনন

    0
    225

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৭ফেব্রুয়ারীঃ “ইন্টারনেট এর বদৌলতে নতুন প্রজন্ম শিল্প সাহিত্যসহ জ্ঞান বিজ্ঞানে আমাদেরকেও ছাড়িয়ে গেছে। এ ধারা অব্যহত থাকলে তারা বাংলা সাহিত্য তথা বিশ্ব সাহিত্যাঙ্গন আলোকিত করবে। এব্যাপারে আমি দৃঢ় আশাবাদী।”

    আজ বাংলা একাডেমির নজরুল মঞ্চে কিয়ান রাশেদ সাদির “সি অব ড্রিম” বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন একথা বলেছেন। যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক কিয়াং সাদির ইংরেজীতে লিখা সি অব ড্রিম বইয়ের মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট বাম রাজনীতিবিদ কমরেড হায়দার আকবর খান রনো। যুক্তরাষ্টে বাংলাদেশী বংশোদ্ভুত এ লেখক কমরেড রাশেদ খান মেনন এর নাতি।

    ১২ বছর বয়সী লেখক কিয়ান রাশেদ এর শব্দ চয়ন, কাব্যিক জ্ঞান ইংরেজীতে তার গল্প কবিতায় আমাদের সমাজ জীবনের কাহিনী, মহান মুক্তিযুদ্ধ, বাংলার প্রকৃতি সর্বোপরি বাংলাদেশের জীবন ব্যবস্থা প্রস্ফুটিত হয়েছে। লেখক ২৪ পৃষ্ঠার এই বইটিতে ৪টি গল্প ও ১৬টি ছড়া ও অনুবাদ রয়েছে। লেখক বইটি তার দাদা জনাব আব্দুল খালেক, দাদি ড. হাবিবা খাতুন, নানা রাশেদ খান মেনন এবং নানী লুৎফুন নেসা খান বিউটিকে উৎসর্গ করেছেন।

    মোড়ক অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর সভাপতি কমরেড আবুল হোসাইন, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা কমরেড মোস্তফা আলমগীর রতন, মহানগর নেতা মোঃ তৌহিদ, মুর্শিদা আক্তার নাহার, নারী নেত্রী শিউলী শিকদার, রায়হানা কামাল প্রমুখ।