এলিট বাহিনীর প্রয়োজন রয়েছেঃড.বদিউল আলম মজুমদার

    0
    297

    আমারসিলেট24ডটকম,১৫মেঃ ড.বদিউল আলম মজুমদার বলেন, যেকোনো দেশের এলিট বাহিনীর প্রয়োজন রয়েছে। তাঁরাশুধু কমান্ডো হিসেবে কিংবা জরুরি পরিস্থিতিতে দায়িত্ব পালন করবে। বিলুপ্তনা করে র‌্যাবের সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্যনাগরিকের (সুজন) সম্পাদকড.বদিউল আলম মজুমদার। আজ বৃহস্পতিবার দুপুরে সিলেটেসুজন আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
    সিলেট সিটিকরপোরেশনের সম্মেলনকক্ষে আয়োজিত নাগরিক নিরাপত্তা ও সুশাসন : বর্তমানবাস্তবতা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন মওলানা ভাসানী ফাউন্ডেশনেরসভাপতি সৈয়দ আশরাফ হোসেন। এতে আলোচনা করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিবিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক জোবেদা কনক খান, সিলেট কৃষিবিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেম, গণফোরামের যুগ্ম সম্পাদক নিলেন্দুদেব, গণতন্ত্রী পার্টির জেলা সম্পাদক আরিফ মিয়া, সাম্যবাদী দলের ধীরেনসিংহ, বাসদের সমন্বয়ক আবু জাফর, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা)সিলেটের সমন্বয়কারী শাহ শাহেদা আক্তার প্রমুখ।
    গোলটেবিল বৈঠকের সূচনাবক্তব্যে ড.বদিউল আলম মজুমদার বলেন, সারা দেশে গুম-খুনের ঘটনা বেড়ে যাওয়ায়দেশের মানুষ উদ্বিগ্ন। আর এ জন্য দায়ী রাজনৈতিক দুর্বৃত্তায়ন। এটা বন্ধেনাগরিক সমাজকে জেগে উঠতে হবে। প্রশাসনে দলীয়করণে আমাদের সব প্রতিষ্ঠান এখনঅকার্যকর হয়ে পড়েছে। মোসাহেবি প্রথা চালু হয়েছে। এ প্রথা প্রধানমন্ত্রীরক্ষমতাকে নিরঙ্কুশ করেছে।
    বদিউল আলম মজুমদার বলেন, নারায়ণগঞ্জেরসাম্প্রতিক ঘটনায় জনমনে ভীতি-আতঙ্কের সঞ্চার হয়েছে। বেলার নির্বাহী সৈয়দারিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিককে অপহরণের বিষয়টিও নাগরিক সমাজেরজন্য বড় উদ্বেগের। পাশাপাশি নিখোঁজ বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীও বিএনপির নেতা মুজিবুর রহমানের খোঁজ না পাওয়ার বিষয়টি আরও উদ্বেগ বাড়িয়েদিচ্ছে।