এমপি আব্দুস শহীদের সুস্থতা কামনায় কোরআন খতম

    0
    251

    নিজস্ব প্রতিনিধিঃ জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ, মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসন থেকে ছয়বারের নির্বাচিত আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ও অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ সম্প্রতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক সুস্থতার জন্য কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন মসজিদ মাদ্রাসা ও মন্দিরে প্রার্থনা করা হচ্ছে।

    সে উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত সাতগাও সামাদিয়া আলিম মাদ্রাসার উদ্যোগে মাদ্রাসার হল রুমে প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মোল্লা শহীদ আহমেদ আলকাদেরীর নেতৃত্বে সকল শিক্ষকদের অংশগ্রহণে এক খতম কোরআনুল কারিম পাঠ করা হয়। খতমে কোরআন শেষে মিলাদ ও কিয়াম সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামের মাধ্যমে মহান আল্লাহর দরবারে উপাধ্যক্ষ  ড. মোঃ আব্দুস শহীদ এমপির শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।    

    উল্লেখ্য উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ করোনায় আক্রান্ত হয়ে শেখ রাসেল জাতীয় গেস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি আছেন । গত মঙ্গলবার তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয় বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী আহাদ মো. সাঈদ । গত সোমবার তাকে ভর্তি করা হয়। মঙ্গলবার তার করোনা পজেটিভ আসে। তবে স্যারের কোনো শ্বাসকষ্ট নেই। শরীরে জ্বর আছে। তিনি কমলগঞ্জ-শ্রীমঙ্গল নির্বাচনী এলাকাসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।