এমএমসি’র উদ্যোগে ন্যায়বিচার প্রতিষ্ঠায় গ্রাম আদালতের ভূমিকা শীর্ষক

    0
    237

    আমারসিলেট24ডটকম,৩১ডিসেম্বর,রিপনঃ ম্যাস্-লাইন মিডিয়া সেন্টার (এমএমসি)’র উদ্যোগে ন্যায়বিচার প্রতিষ্ঠায় গ্রাম আদালতের ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ ডিসেম্বর সকাল ১১টায় লক্ষণশ্রী ইউনিয়ন কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার সাংবাদিক ফোরাম, সুনামগঞ্জ শাখার সাধারন সম্পাদক আকরাম উদ্দিন। প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল ওয়াদুদ। স্থানীয় সরকার সাংবাদিক ফোরাম সুনামগঞ্জ জেলার আয়োজনে এবং ম্যাস্-লাইন মিডিয়া সেন্টার (এমএমসি)’র সহযোগিতায় সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এন্ড কোঅপারেশন (এসডিসি)’র অর্থায়নে অন্যান্য’র মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক এমরানুল হক, রেজাউল করিম, অঞ্জন পুরকায়স্থ, ইউপি সচিব তরুন কুমার বসু, ইউপি সদস্য আবুল কালাম, ফারুক আহমদ আফিয়া বেগম, নাজমা বেগম প্রমুখ।

    প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মোঃ আব্দুল ওয়াদুদ বলেন, আমরা ইউনিয়ন পরিষদ ন্যায়বিচার প্রতিষ্ঠায় পক্ষপাতিত্ব ও স্বজনপ্রীতি ইত্যাদির উর্ধ্বে থাকিয়া পরিষদের বিচারিক কার্যক্রম পরিচালনা করছি। তিনি স্থানীয় প্রশাসনকে ২লাখ টাকা পর্যন্ত বিচারিক কার্যক্রমের দায়িত্ব প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। এ সময় এমএমসি’র প্রতিনিধি চম্পা রানী পালসহ পঃ পঃ পরিদর্শক কাজল দত্ত, ভার্ডে কর্মরত মোঃ জসিম উদ্দিন খন্দকার ইউনিয়নের অন্যান্য ওয়ার্ড সদস্য ও  সাংবাদিক রইসুজ্জামান, মোঃ আশিকুর রহমান পীর, রাজন মাহবুব, মাহমুদুর রহমান তারেক, আমজাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।