এবার ঈদযাত্রার ব্যবস্থা আগের চেয়ে অনেক উন্নতঃবেনজীর

    0
    232

    র‍্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন সারা দেশের দুর্ঘটনাপ্রবণ স্থানে নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।তিনি আরও উল্লেখ করেন,এবার ঈদযাত্রার ব্যবস্থা আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। শুক্রবার সকালে রাজধানীর কাওরান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

    বেনজীর আহমেদ বলেন, সড়কপথে এবার ধীরগতি রয়েছে। ধীরগতি হলে দুর্ঘটনা কমে যায়। কিন্তু আমরা দেখি ঈদ-পরবর্তী দিনে দুর্ঘটনা বেড়ে যায়। এতে চালকদের তো বড় ভূমিকা আছেই, যাত্রীদেরও রয়েছে।

    তিনি আরো বলেন, অনলাইনে কোরবানির পশু কেনার প্রবণতা দেখা যাচ্ছে। এগুলোকে নিয়মের আওতায় নিয়ে আসতে হবে। এছাড়া নির্ধারণ দামে চামড়া ব্যবসায়ীদের চামড়া কেনার অনুরোধ জানান বেনজীর আহমেদ।

    র‍্যাবের মহাপরিচালক বলেন, আমরা জানি যে, ইকোনমিক বুমের কারণে প্রচুর ডেভেলপমেন্ট কাজ হচ্ছে। রাস্তা হচ্ছে, ব্রিজ হচ্ছে, বিল্ডিং হচ্ছে। এসব নির্মাণাধীন জায়গায় যাতে পানি জমে না থাকে সে দিকে খেয়াল রাখতে হবে।