কোম্পানীগঞ্জের এডভোকেট শাহজাহান চৌধুরীকে সংবর্ধনা প্রদান  

    0
    254

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৭এপ্রিলঃ সিলেট জজ কোর্টের এ.পি.পি এডভোকেট শাহজাহান চৌধুরী ঢাকা হাইকোটের আইনজীবী হিসাবে উত্তীর্ণ হওয়ায় সংবর্ধনা দিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭ ঘটিকায় সিলেটস্থ একটি অভিজাত হোটেলে এই সংবর্ধনা দেয়া হয়।

    সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি সিলেট জজ কোটের এ.পি.পি ও কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট শাহজাহান চৌধুরী বলেন, জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা দেশকে অস্থিতিশীল করতে চাইছে। তাদের দোসর বিএনপি এতে আস্কারা দিচ্ছে। তারা রাজনৈতিক কর্মসূচীর নামে মানুষ পুড়িয়ে মারছে। এই অপশক্তিকে প্রতিহত করতে হবে।

    সংবর্ধনা প্রদানকালে নেতৃবৃন্দ বলেন, এডভোকেট শাহজাহান চৌধুরী ঢাকা হাইকোটের আইনজীবী হিসাবে উত্তীর্ণ হওয়ায় কোম্পানীগঞ্জসহ তথা সিলেটবাসী আজ গর্বিত হয়েছেন।

    নেতৃবৃন্দ বলেন, এডভোকেট শাহজাহান চৌধুরী শুধু কোম্পানীগঞ্জ নয়, দেশ-জাতীর কল্যাণে তার সহযোগিতা আগামী দিনেও অব্যাহত থাকবে এবং কোম্পানীগঞ্জের শিক্ষা ক্ষেত্রে উনার যে সহযোগিতা সেটা যেন আরও গতিশীল হয়।

    সংবর্ধনা অনুষ্ঠানের উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক মোঃ শামসুল আলম, ছাত্রলীগ নেতা শরিফ উদ্দিন, মোঃ সিরাজুল হক, আব্দুল মান্নান, আব্দুল আজিজ, রানু বিশ্বাস, আনহার, নাজমুল হক, নাজমুল হাসান হৃদয়, নজরুল ইসলাম, আব্দুল হান্নান নয়ন প্রমুখ।

    অপরদিকে  এডভোকেট শাহজাহান চৌধুরীকে ৪নং ইছাকলস ইউনিয়ন ছাত্র কল্যাণ ট্রাস্টের সংবর্ধনা প্রদান করেছেন।

    সিলেট জজ কোর্টের এ.পি.পি এডভোকেট শাহজাহান চৌধুরী ঢাকা হাইকোটের আইনজীবী হিসাবে উত্তীর্ণ হওয়ায় সংবর্ধনা দিয়েছেন ৪নং ইছাকলস ইউনিয়ন ছাত্র কল্যাণ ট্রাস্টের নেতৃবৃন্দ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭ ঘটিকায় সিলেটস্থ একটি অভিজাত হোটেলে এই সংবর্ধনা দেয়া হয়।

    সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি সিলেট জজ কোটের এ.পি.পি ও কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট শাহজাহান চৌধুরী বলেন, ইছাকলস ইউনিয়নের শিক্ষা ক্ষেত্রে ছাত্র কল্যাণ ট্রাষ্ট এর বিগত দিনের কার্যক্রমের মাধ্যমে শিক্ষার যে মান উন্নয়ন ঘটিয়েছে নিশ্চই তা প্রশংসার দাবীদার। এতে আগামী দিনের আমার সাবির্ক সহযোগিতা অব্যাহত থাকবে বলে ঘোষণা করেন।

    সংবর্ধনা অনুষ্ঠানের উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক মোঃ শামসুল আলম, ৪নং ইছাকলস ইউনিয়ন ছাত্র কল্যাণ ট্রাষ্টের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য কাজী মোঃ জসিম উদ্দিন ও সিলেট জেলা ছাত্রলীগের সদস্য মোঃ রিয়াজুল ইসলাম, ছাত্রনেতা আমিরুল হক মহানগর ছাত্রনেতা জয়নাল আবেদিন, মেহেদি হাসান, আবুল বরকত । ট্রাস্টের সভাপতি সাইফ উদ্দিন, সাধারণ সম্পাদক রাজিব চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক রানু বিশ্বাস, দপ্তর সম্পাদক মোস্তাকিম আহমদ, সদস্য আব্দুস শহীদ, সাইদুল ইসলাম, আব্দুস শহীদ, মুহিবুল ইসলাম, সেবুল আহমদ, আবু সাঈদ, সুরঞ্জিত সরকার, দুলাল সরকার, ইউসুফ, সুমন, আলমগীর, দিলোয়ার, আব্দুল ওয়াদুদ, ময়নুল, সুহেব, হেলাল প্রমুখ।