এক প্রবাসী বাঙ্গালীর চাওয়া

    0
    462

    আমারসিলেট24ডটকম,০৫ফেব্রুয়ারীঃ লেখাটি হুবহু তুলে ধরা হলঃ:-

    “প্রবাসী বাঙ্গালীদের আত্মহননে ”জুতার মহত্ব”
    আমার বুঝে আসে না, শুধু মাত্র জুতার জন্যে শারজাহতে দুইজন মানুষকে জীবন দিতে হলো-এইটা কি মেনে নেয়া যায় ?
    আরব-আমিরাতে আমরা এমনিতেই ঘৃণিত বিশেষণে বিশিষিত যেমন,,বাঙ্গালী হারামি,চোর ,আরো অনেক ধরণের কুটুক্তি… এরই মাঝে প্রায় দুই বৎসর যাবৎ আমিরাতে বাংলাদেশের ভিসা বন্ধ,,মাঝে মাঝে নিউজে শুনতে পায় বাংলাদেশ ও আমিরাত এর ভিসা খোলার ব্যাপারে আলাপ আলোচনা হচ্ছে,,,,কিন্তু এখন মনে হয় সেই প্রত্যাশা প্রত্যাখ্যাত হবে,এর আমার এক পরিচিত ভাই তাও (তিনি)শারজাহ সিটিতে কাজ করে দুপুরে বাসায় ফিরে খাওয়ার জন্যে একটু বাড়াবাড়ি হল,ঘটনা হলো ,এই তুই তরকারী বিয়াগিন খাই কিল্লা পেলাইজ্জে? এই সামান্য কথার কারনে তাকে চুরি মেরে খুন করে পেললো!এই কি মূর্খের কাজ নয়? আমার দাবী একটাই সরকারের কাছে এই সব অশিক্ষিত ,অদক্ষ,শ্রমিককে বিদেশ যাওয়ার পারমিটের আগে তাদেরকে প্রবাস জীবনের আইন কানুন বিষয়ে শিক্ষা দিতে হবে,না হলে এই গুটিকয়েক কুলাঙ্গার সন্তানের জন্যে সারাজীবন লাখ লাখ কর্মীদেরকে অপবাদ নিয়ে মাথা নিচু হয়ে বসবাস করতে হবে।
    এমনিতে বাংলাদেশের মানুষ
    অনেক কষ্টে আছে,যেমন শ্রমিকের অভাবে দোকান বন্ধ,দোকান কিনে আবার লোকশান দিয়ে বিক্রি,রেষ্টুরেন্ট বন্ধ,অনেক সমস্যা এই সমস্যা গুলি সমাধানে আমার কিছু প্রস্তাবনা।
    তা হলঃ-

    1.সু-শিক্ষিত নাগরিকদের
    প্রশিক্ষকণের মাধ্যমে বিদেশের ছাড়পত্র দেয়া
    2.সরকারী ভাবে পাবলিক ভিসা।মনিটরিং করা,
    3.দেশের সন্ত্রাসী,চোরদের বিদেশ যাত্রায় সরকারী হস্তক্ষেপ করা,
    4,.যে সব দেশে বাংলাদেশী আছে সেই দেশগুলির সরকারের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তোলা,
    5.বিদেশে পররাষ্ট্র মন্ত্রণালয়কে আরো শক্তিশালী করে তোলা,
    আমরা আর শুনতে চাই না খুনাখুনির খবর,শুনতে চাই না অপবাদ…আমরা শান্তি চাই,
    পরবাসে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করতে চাই,আর যারা অশান্তি ভালোবাসে তাদের জন্যে বাংলাদেশের রাজপথ অপেক্ষা করছে!