একাত্ত‌রের মামা বাহিনীর প্রধান ‘শহিদুল হক মামা’র মৃত্যুতে শোক

    0
    250

    জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ইউকের শোক প্রকাশ

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,০৪জুলাই,খায়রুল লিংকন: জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ইউকের কেন্দ্রীয় সভাপতি, যুক্তরাজ্য আওয়ামীলীগের অন্যতম সদস্য  ওয়েলস আওয়ামীলীগ লিডার মোহাম্মদ মকিস মনসুর  ও জেনারেল সেক্রেটারি  সাবেক ছাত্রনেতা লিয়াকত আলী এক যুক্ত বিবৃতিতে স্বাধীনতা যুদ্ধে রাজধানীর মিরপুর-মোহাম্মদপুর এলাকার হানাদার-বিহারীদের আতঙ্ক দুর্ধর্ষ গেরিলা গ্রুপ ‘মামা বাহিনী’ প্রধান।

    অপরাজেয় বাংলা,র প্রতিষ্ঠাতা এবং  প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের অন্যতম প্রতিষ্ঠাতা গেরিলা কমান্ডার ‘শহিদুল হক মামা’র মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা ও মরহুমের আত্তার মাগফেরাত কামনা করেছেন.। শোকবানীতে জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ইউকের কেন্দ্রীয় সভাপতি. যুক্তরাজ্য আওয়ামীলীগের অন্যতম সদস্য সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মকিস মনসুর বলেন যুদ্ধাপরাধী কসাই কাদের মোল্লার যুদ্ধাপরাধ মামলার দ্বিতীয় সাক্ষী ছিলেন, শহীদুল হক মামা।

    চরম হুমকি ও প্রলোভনের মুখেও অনড় থেকে কাদের মোল্লার মিথ্যাচার ও বিকৃত তথ্য উপস্থাপনের বিরুদ্ধে সাক্ষী দিতে আদালতে হাজির হন তিনি।কাদের মোল্লা যখন নিজেকে প্রকৃত কাদের মোল্লা না, এবং নির্দোষ হিসেবে প্রমাণের চেস্টায় প্রায় সফল হচ্ছিল, ঠিক তখনই শহীদ মামা দ্বিতীয় সাক্ষী হিসেবে আদালতে হাজির হয়ে তাকে কুখ্যাত গোলাম আযমের সহচর, কবি মেহেরুন্নেসা, তার মা ও দুই ভাইকে ২৭ মার্চ , ১৯৭১ সালে সহযোগী হাসিব হাশমী,আব্বাস চেয়ারম্যান, আখতার গুন্ডা, নেহাল ও প্রমুখদের নিয়ে নির্মম ভাবে হত্যা ও টুকরো টুকরো করার কসাই হিসেবে সনাক্ত করেন।

    স্বাধীনতার শত্রু বিহারিদের দখলে থাকা দুর্ভেদ্য ঘাঁটি মিরপুর মুক্ত যুদ্ধে তিনি অসামান্য ভূমিকা রাখেন ৩১ জানুয়ারি ১৯৭২ সালে। মিরপুর-মোহাম্মদপুরকে শত্রুমুক্ত করতে, শহীদুল হক মামার নেতৃত্বে গঠিত হয়েছিল দুর্ধর্ষ গেরিলা গ্রুপ ‘মামা বাহিনী’। হানাদার-বিহারীদের আতঙ্ক এই ‘মামা বাহিনী’র কমান্ডার শহীদুল হক মামা রায়ের বাজার থেকে উদ্ধার করেছিলেন বাজারের ব্যাগভর্তি মানুষের চোখ।

    জীবনের প্রতিটি পদে পদে বহু ভয়াবহ হুমকি, আক্রমণ ও প্রলোভনের মুখেও তিনি ছিলেন অকুতোভয় ও নির্ভীক । মাথা নত করেননি কোন প্রলোভনের কাছে। সৎ, নির্মোহ ও পরীক্ষিত আদর্শের এই লড়াকু সৈনিক । অতুলনীয় অতিথিপরায়ন, সদালাপী, বিনয়ী, বন্ধুবৎসল , নিরহংকারী, পরোপকারী মহানুভব মানুষ শহীদুল হক মামা’র মতো আকর্ষণীয় ব্যক্তিত্বের নজির সমাজে তুলনাহীন।