একাত্তর অপরাধে দণ্ডিতদের সন্তানেরা সরকারি চাকরি পাবেনা

    0
    206

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৬ফেব্রুয়ারীঃ একাত্তরের মানবতাবিরোধী অপরাধে দণ্ডিতদের সন্তানেরা সরকারি চাকরি করতে পারবে না। তারা দেশে থাকতে পারলেও তাদের কোনো ভোটাধিকার থাকবে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

    তিনি বলেন, “যারা স্বাধীনতা ও মুক্তিযোদ্ধাদের নিয়ে কটাক্ষ করেন তাদের বিরুদ্ধে সংসদে নতুন করে আইন পাস হচ্ছে এবং যুদ্ধাপরাধীর সন্তানেরা বাংলাদেশে থাকতে পারলেও তাদের কোনো ভোটাধিকার থাকবে না এবং সরকারি চাকরি করতে পারবে না।’’
    শনিবার সকালে নেত্রকোণা শহরের মোক্তারপাড়ায় পুরাতন কালেক্টরেট ভবন চত্বরে নবনির্মিত ‘মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন’ উদ্বোধনকালে তিনি একথা বলেন।

     এ সময় মন্ত্রী  বলেন, ‘‘শেখ হাসিনার সরকার মুক্তিযুদ্ধের পক্ষের সরকার। এ সরকারের আমলে মুক্তিযোদ্ধাদের যথাযথ মূল্যায়ন করা হচ্ছে; যা বিগত সময়ে অন্য কোনো সরকারের আমলে করা হয়নি।”

    উদ্বোধনী অনুষ্ঠান শেষে কালেক্টরেট স্কুল প্রাঙ্গণে আলোচনা সভা হয়। জেলা প্রশাসক ড. তরুণ কান্তি শিকদারের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এমপি, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মতিয়র রহমান খান, সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আশরাফ আলী খান খসরু উপস্থিত ছিলেন।নতুনবার্তা