একনেকে সাড়ে ৭০০ কোটি টাকার ৫টি নতুন প্রকল্প অনুমোদন

    0
    209

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২২ডিসেম্বর: দেশের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক প্রায় সাড়ে ৭০০ কোটি টাকার ৫টি নতুন প্রকল্পের অনুমোদন দিয়েছে বৈঠক। মঙ্গলবার সকালে রাজধানীর শের-ই বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেকের বৈঠকে প্রকল্পগুলোর অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এসব তথ্য সংবাদ মাধ্যমকে জানান।
    এর মধ্যে সবচেয়ে বড় প্রকল্পটি হচ্ছে ২৩১ কোটি টাকা ব্যয়ে গ্রামীণ জীবনযাত্রার মান উন্নয়নে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতায় অংশীদারিত্বমূলক পল্লী উন্নয়ন প্রকল্প। দ্বিতীয় প্রকল্পটি হচ্ছে, ঢাকার বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা ভূমি সংক্রান্ত কার্যালয় এক ভবনে এনে ওয়ান স্টপ সেবা চালুর লক্ষ্যে ভূমিভবন কমপ্লেক্স নির্মাণ প্রকল্প। এছাড়াও রয়েছে, ১২৭ কোটি টাকা ব্যয়ে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্প।

    অনুমোদিত প্রকল্পগুলোর মোট ব্যয় হবে ৭৫৯ কোটি ১২ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল (জিওবি) থেকে দেয়া হবে ৭২৬ কোটি ৭২ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ৩২ কোটি ৪০ লাখ টাকা খরচ হবে।