একতা গবাদী পশু প্রকল্প কতৃক ঋণের নামে প্রতারনা

    0
    236

     শ্রীমঙ্গল থেকে কয়েক লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৩সেপ্টেম্বরঃ  শ্রীমংগল উপজেলার বিভিন্ন এলাকা থেকে ঈদ মৌসুমের সুযোগে “একতা গবাদী পশু প্রকল্পের নামে একটি প্রতারক  চক্র সহজ সরল মহিলা ও পুরুষদের থেকে হাতিয়ে নিয়ে গেছে কয়েক লক্ষাধিক টাকা।

    অভিযোগ থেকে জানা যায়, সর্বনিম্ন ৩০ হাজার থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত মাসিক কিস্তিতে ঋন দিবে বলে এ সংস্থার এক কর্মকর্তা আশ্বাস দেন।প্রতি মহিলা ও পুরুষ সদস্য থেকে ২৩২০ টাকা করে ভর্তি ফি আদায় করে ওই কর্মকর্তা। প্রতারিত সদস্যাদের মধ্যে প্রাপ্ত কয়েক জনের নাম-অর্চনা দেব,খালেদা,জুস্না,ফুলু রানি,আয়েশা, রোমানা, রুজিনা,ইস্রাইল,তিতু,সঞ্জু,শফিক,শাজাহান,আবুল হসেন,মজিব,সর্ব সাং-গ্রাম- খিলগাও, ডাক-সিক্কা,শ্রীমঙ্গল।তবে ওই ভুয়া কর্মকর্তার নাম কেহ জানাতে পারেনি।

    সদস্যদেরকে জানানো হয় যে-শ্রীমংগলের  মৌলভীবাজার রোডে মামুন সাহেবের বিল্ডিংয়ে তাদের অফিস র‍যেছে।যথা সময়ে ঋণ না পেয়ে খোজ  নিয়ে দেখা যায় তাদের অফিসের কোন অস্তিত্ব নেই।

    পরে ভুয়া কর্মকর্তার দেওয়া দুটি নাম্বারে (০১৮৩৫-২৩২৫৬২-বিকাশ করা-০১৮৫০-৬৮৪৪০৮) যোগাযোগ করলে ফোন ধরে আবার কেটে দেয়।

    সংস্থার পাশ বই থেকে তাদের ঠিকানা হচ্ছে- (“একতা গবাদি পশু প্রকল্প” প্রধান কার্যালয়ঃলাল মাটিয়া মহিলা কলেজ সংলগ্ন, রোড নং-১৭,হাউজ নং-১২১, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭, বাংলাদেশ সরকার অনুমোদিত রেজিঃ নং-১১২ স্মারক নং-এগপ-১২০/৩৬)

    আমাদের প্রতিনিধি উপরোক্ত নাম্বারে যোগাযোগ করলে নাম্বার দুটি বন্ধ পাওয়া যায়।