এএফডব্লিউসি প্রতিনিধি দলের বেনাপোল পরিদর্শন

    0
    233

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,মে,এম ওসমান: বাংলাদেশ আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের (এএফডব্লিউসি) ৪৫ সদস্যের একটি প্রতিনিধি দল রবিবার বিকেলে বেনাপোল স্থলবন্দর, চেকপোস্ট কাস্টমস, ইমিগ্রেশন ও বিজিবি ক্যাম্প পরিদর্শন করেছে।

    প্রতিনিধি দলে সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রশিক্ষণরত সদস্যরা রয়েছেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এএফডব্লিউসির পরিচালক ব্র্রিগেডিয়ার জেনারেল মেজবাউল আলম চৌধুরী।

    এ সময় আরও উপস্থিত ছিলেন, কলকাতা বিএসএফে’র ডিআইজি কেএল শাহ, বিজিবি’র দক্ষিণ-পশ্চিম রিজিয়নের কমান্ডার ও অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান শেখ শহিদুল ইসলাম, যশোর ২৬ বিজিবি’র কমান্ডিং অফিসার লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন, খুলনা ২৩ বিজিবি’র কমান্ডিং অফিসার লে. কর্নেল আব্দুর রহিম ও কলকাতার ৪০ বিএসএফে’র কমান্ডিং অফিসার বারজেন্ডার সিং।

    যশোর ২৬ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, প্রতিনিধি দলটি প্রশিক্ষণের অংশ হিসেবে বেনাপোল বন্দর পরিদর্শন করে। বিকেলে বেনাপোল কোম্পানি সদরে টি-ব্রেক শেষে বেনাপোল চেকপোস্টে বিজিবি ও বিএসএফে’র সদস্যদের ‘রিট্রিট সেরিমনি’ অনুষ্ঠান উপভোগ করেন। এতে দু’দেশের জাতীয় পতাকা একসঙ্গে নামানো ও সম্মান প্রদর্শন করা হয়। পরে প্রতিনিধি দলটি যশোরের উদ্দেশে রওনা হয়।