এইডস দিবস উপলক্ষে রেডিও পদ্মা’র ১০ দিনব্যাপী অনুষ্ঠান

    0
    261

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,৩০নভেম্বরপহেলা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস উপলক্ষে রেডিও পদ্মা ৯৯.২এফএম ১০ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান প্রচারের উদ্যোগ গ্রহণ করেছে। “জানা থাকলে জান বাঁচে” নামের ধারাবাহিক এই অনুষ্ঠানটি প্রচারিত হবে ১ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন রাত ৯:০০ টায়।

    জ্ঞানচর্চা কেন্দ্র সেন্টার ফর কমিউনিকেশন এ্যান্ড ডেভেলপমেন্ট (সিসিডি বাংলাদেশ) পরিবেশিত এই বিশেষ অনুষ্ঠানটির পরিকল্পনা ও প্রযোজনায় রয়েছেন জি. এম. মুরতুজা। উপস্থাপনায় থাকছেন রেডিও পদ্মা’র অনুষ্ঠান প্রযোজক ও উপস্থাপন সানজিদা সুইটি। অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করবেন দেশে এইচআইভি/এইডস নিয়ে কর্মরত বিশেষজ্ঞ ব্যাক্তিগণ ছাড়াও বিভিন্ন ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর প্রতিনিধি।

    এইচআইভি/এইডস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করতে এবং সর্বস্তরের মানুষকে এই মরণব্যাধি প্রতিরোধ সম্পর্কে সজাগ করে তোলার লক্ষে এই বিশেষ অনুষ্ঠানটি প্রচারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।