উল্টো চাপে পড়ে গেল বাংলাদেশ

    0
    236

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৯মার্চঃ শুরুর ধাক্কা বেশ সাহসিকতার সঙ্গেই কাটিয়ে উঠেছিল বাংলাদেশ। মাহমুদউল্লাহ রিয়াদ ও সৌম্য সরকারের ব্যাটে ঘুরে দাঁড়াচ্ছিল টাইগাররা। কিন্তু খুব কম সময়ের মধ্যে সৌম্য-সাকিবের বিদায়ে উল্টো চাপে পড়ে গেল বাংলাদেশ।

    দলীয় ৯৪ রানে সৌম্য ক্রিস জর্ডানের বাউন্সারের শিকার হন। চার রান পরই সাকিব মঈন আলীর বলে স্লিপে সহজ ক্যাচ তুলে দিলেন।

    তবে মাহমুদউল্লাহ রিয়াদ তুলে নিয়েছেন ক্যারিয়ারের ১৩ম হাফ সেঞ্চুরি। ২৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ এখন ৪ উইকেটে ১০২ রান। মাহমুদউল্লাহ ৫০, মুশফিক ১ রানে ব্যাট করছেন।

    মাহমুদউল্লাহ- সৌম্যর তৃতীয় উইকেট জুটিতে ৮৬ রান যোগ হয়। বড় রানের একটা ভিতও পেয়ে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু দ্রুত উইকেট হারিয়ে সেটি বাধাগ্রস্ত হলো। সৌম্য ৫২ বলে ৪০ রানের (৫ চার, ১ ছয়) ইনিংস খেলেন।  সাকিব করেন দুই রান।

    টস জিতে অ্যাডিলেডের উইকেটে থাকা ময়শ্চার কাজে লাগাতে চেয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক এউইন মরগান। অ্যান্ডারসনরা সেটির প্রতিদানও দিয়েছেন অধিনায়ককে। আট রানেই বাংলাদেশের দুই ওপেনারকে তুলে নেন অ্যান্ডারসন। প্যাভিলিয়নে চলে গেছেন ইমরুল কায়েস ও তামিম ইকবাল। ইনিংসের চতুর্থ বলেই ক্রিস জর্ডাদের হাতে ক্যাচ দেন ইমরুল। তৃতীয় ওভারে তামিম স্লিপে ক্যাচ অনুশীলন করান রুটকে।

    একাদশে এসেছে দুটি পরিবর্তন। ইনজুরি আক্রান্ত এনামুল হক বিজয়ের বদলে ইমরুল কায়েস আর নাসির হোসেনকে বসিয়ে আনা হয়েছে স্পিনার আরাফাত সানিকে।