উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে সেমি ফাইলালে ফ্রান্স

    0
    242

    ডেস্ক নিউজঃ গ্রেটেস্ট শো অন আর্থের সেমি ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে সেমি ফাইলালে উঠেছে ফ্রান্স। রাশিয়ার নিঝনি নোভগোরদে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় রাত আটটায়।

    প্রথমার্ধে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে ফ্রান্স। ৬০ ভাগের বেশি বলের দখল রাখেন এমবাপ্পে-জিরুদরা। তবে কাজের কাজটি করতে পারছিলেন না কেউই। অবশেষে ৪০তম মিনিটে এসে গোলের সুযোগ পায় ফ্রান্স। ফ্রি কিক পেয়েছিল ফরাসিরা। গ্রিজম্যানের নেওয়া দারুণ কিকে মাথা ছোঁয়ান রাফায়েল ভারানে। এতেই ১-০ তে এগিয়ে যায় তারা। পরবর্তী ৬১তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে জোরালো শট নেন গ্রিজম্যান। বলটি ঠেকানোর চেষ্টা করেছিলে উরুগুয়ের গোলরক্ষক। কিন্তু বলটি তার হাত ফসকে চলে যায় জালে।

    এই জয়ের সুবাদে সেমিফাইনালে তারা ব্রাজিল অথবা বেলজিয়ামের মুখোমুখি হবে।

    শুক্রবারের ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেন আর্জেন্টিনার নেস্তর পিতানা। রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে আজ বাংলাদেশ সময় রাত বারোটায় মুখোমুখি হবে ব্রাজিল ও বেলজিয়াম।

    তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের সেরা হয়ে নকআউট পর্বে ওঠে ফ্রান্স। আর শেষ ষোলোয় তারা দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ৪-৩ গোলে হারায়। ওই ম্যাচে জোড়া গোল করার পাশাপাশি পুরোটা সময় অসাধারণ খেলে পাদপ্রদীপের আলোয় উঠে এসেছেন কিলিয়ান এমবাপে।

    ‘এ’ গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে ওঠে উরুগুয়ে। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে তারা পর্তুগালের বিপক্ষে জয় পায়। অন্যদিকে, ‘সি’ গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে ওঠে ফ্রান্স। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে তারা আর্জেন্টিনাকে পরাজিত করে।

    উরুগুয়ে একাদশ: মুসলেরা; ক্যাকেরেস, গিমিনেজ, গডিন, ল্যাক্সাল্ট; নান্দেজ, তোরেইরা, ভেসিনো, বেনটাঙ্কুর; সুয়ারেজ, স্টুয়ানি।

    ফ্রান্স একাদশ: লরিস, প্যাভার্ড, ভারানে, উমতিতি, লুকাস, পগবা, কান্তে, এমবাপ্পে-লটিন, গ্রিজম্যান, টলিসো, জিরুড।

    রেফারি: নেস্তর পিতানা (আর্জেন্টিনা)।