উপজেলা নির্বাচনের তথ্য চেয়েছেন প্রধানমন্ত্রী

    0
    196

    আমারসিলেট24ডটকম,০৩এপ্রিলঃ নির্বাচন কমিশনের কাছে উপজেলা নির্বাচনের তথ্য চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ তথ্য চাওয়া হয়েছে। ইসি সূত্র জানায়, প্রধানমন্ত্রীর অফিস থেকে আন অফিসিয়ালি উপজেলা নির্বাচনের তথ্য দিতে ইসির কাছে অনুরোধ করা হয়েছে। ইসির এক সিনিয়র সহকারী সচিব এ বিষয়ে বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে উপজেলা নির্বাচনের সকল তথ্য জানতে চেয়েছে। তবে ভোটের তথ্যের ওপর বেশি জোর দেওয়া হয়েছে।তিনি জানান, উপজেলা নির্বাচনে দলগুলোর প্রার্থীরা সর্বমোট কত ভোট পেয়েছে সেটাই জানতে চেয়েছে, বিশেষ করে দল হিসেবে আওয়ামী লীগ এবং বিএনপির ভোটের হিসেবেই নজর প্রধানমন্ত্রীর অফিসের। এই তথ্যের ভিত্তিতে প্রধানমন্ত্রী দল হিসেবে আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়ছে বলে উপজেলা নির্বাচন নিয়ে সামগ্রিক একটি সংবাদ সম্মেলন করবেন বলেও প্রধানমন্ত্রীর অফিস থেকে ইসিকে জানানো হয়েছে।
    তিনি আরো বলেন, ইসি সামগ্রিক তথ্য প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছে। কিন্তু কোন দল কত ভোট পেয়েছে সে তথ্য সংগ্রহ করা হয় না বলে জানানো হয়েছে। ইসি যেহেতু উপজেলা নির্বাচনকে প্রচলিত আইন অনুযায়ী অরাজনৈতিক নির্বাচন হিসেবে দেখে তাই সব প্রার্থীই আমাদের কাছে নির্দলীয় প্রার্থী।প্রথম পর্যায় থেকে পঞ্চম পর্যায়ের উপজেলা নির্বাচনের সকল তথ্য চাওয়া হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। এসব তথ্য চাওয়া হয় অনানুষ্ঠানিকভাবে।
    আন অফিসিয়ালি গত উপজেলা নির্বাচনে দলভিত্তিক ভোটারের হিসাব, কেন্দ্রের, কক্ষের ও মোট কত ভোট পড়েছে তা জানতে চায় প্রধানমন্ত্রীর কার্যালয়। তবে কমিশন থেকে জানানো হয়েছে কমিশনে দলগত কোনো ভোটারের হিসাব নেই।