কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগে বিতর্কের অবসান

    0
    215

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৯আগস্ট শাব্বির এলাহীঃ মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সভাপতি-সম্পাদকের ঘোষণায় কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের কোন কমিটি বৈধ সেই বিতর্কের অবসান ঘটল। শনিবার (২৯ আগস্ট) জাতির পিতার ৪০ তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভা এবং দোয়া মাহফিলের অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান রনি  ও সাধারণ সম্পাদক সাইফুর রহমান রনি ঘোষণা করেন ‘যারা কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের নাম ভাঙিয়ে এতো দিন অবৈধভাবে বিভিন্ন অপকর্ম করেছে তাদের দিন শেষ’। নেতৃবৃন্দ হুশিয়ার উচ্চারণ করে বলেন, কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সানোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক মো. শাহেদুল আলমের নের্তৃত্বে ছাত্রলীগ কমিটিই হলো কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের বৈধ কমিটি। কমলগঞ্জ উপজেলায় এর বাইরে ছাত্রলীগের কোন বৈধ কমিটি নেই। অবৈধ কমিটি কেউ মেনে নেবে না। কোন ব্যক্তির কথায় ছাত্রলীগ পরিচালিত হয় না। ছাত্রলীগ তার নিজস্ব গতিতে সাংগঠনিক শৃংখলার মাধ্যমে পরিচালিত হয়।

    জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ আলোচনা সভায় উপস্থিত নেতা কর্মীদের উদেশ্যে ঘোষণা দেন আগামীতে সম্মেলন করে নতুনদের হাতে নেতৃত্ব তুলে দেওয়া হবে। আলোচনা সভায় জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান রনি কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের বর্তমান নেতৃত্বকে নতুন নেতৃত্ব তৈরীর জন্য দ্রুত সম্মেলন করার তাগিদ দেন। এর জবাবে কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সানোয়ার হোসেন বলেন, কমলগঞ্জ উপজেলায় আমাদের ৯ টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় কমিটি গঠন করা হয়েছে।

    এ সময় মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি, সাবেক চিফ হুইপ, বীর মুক্তিযুদ্ধা উপাধ্যক্ষ মো.আব্দুস শহীদ এমপি, কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম. মোসাদ্দেক আহমেদ মানিক, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা যুবলীগ সভাপতি মো. আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. মোশাহীদ আলী, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাকের আহমদ অপু ও সাংগঠনিক সম্পাদক সৌদ আল সুফিয়ান সাগর মে  উপস্থিত ছিলেন।