উন্মুক্ত হচ্ছে বহু প্রত্যাশিত থ্রিজি মোবাইলফোন সার্ভিস

    0
    233

    আমারসিলেটটোয়েন্টিফোর,০৮ সেপ্টেম্বর  :  নিলামের মাধ্যমে রোববার উন্মুক্ত হচ্ছে বহু প্রত্যাশিত তৃতীয় প্রজন্মের (থ্রিজি) মোবাইলফোন সার্ভিস।যদিও গত বছরের অক্টোবর থেকে পরীক্ষামূলক থ্রিজি সেবা দিচ্ছে একমাত্র রাষ্ট্রীয়  মোবাইল  ফোন অপারেটর  টেলিটক।হোটেল রূপসী বাংলায় অনুষ্ঠিত হবে উন্মুক্ত এই নিলাম। এতে অংশ  নেবে গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও এয়ারটেল।এই নিলামে অন্তত পাঁচ হাজার কোটি টাকার স্পেকট্রাম বরাদ্দ  দেয়া হবে চারটি  মোবাইল ফোন অপারেটরকে। তবে অপারেটররা  বেশি স্পেকট্রাম নিলে টাকার অঙ্ক ছয় হাজার কোটি টাকা ছাড়িয়ে  যেতে পারে।

    টেলিটককে ইতিমধ্যে  যে  স্পেকট্রাম  দেয়া হয়েছে, তার দাম ভ্যাটসহ প্রায় দুই হাজার  কোটি টাকা। টেলিটক এই নিলামে অংশ না নিলেও নিলামে ওঠা দাম তাদের পরিশোধ করতে হবে।গত পাঁচ বছর ধরে থ্রিজির নিলামের  চেষ্টা করছে বাংলাদেশ  টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ২০০৮ সালে গাইডলাইন তৈরির পর ২০০৯ সালের জানুয়ারিতে এই নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পেছাতে পেছাতে চলতি বছরের  সেপ্টেম্বরে এসে  ঠেকেছে।