উন্মুক্ত পদ্ধতিতে বয়স্ক,বিধবা,প্রতিবন্ধী ভাতা বাছাই

    0
    253
    তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় তাহিরপুর সদর ইউনিয়নে উৎসব মুখর পরিবেশে উন্মুক্ত পদ্ধতিতে বয়স্ক,বিধবা ও প্রতিবন্ধী ভাতা বাছাই কার্যক্রম সম্পন্ন হয়।
    মঙ্গলবার দুপুরের সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই কার্যক্রমের  উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান(মহিলা) খালেদা বেগম,উপজেলা কৃষি অফিসার হাসান উদ-দৌলা,প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম,সমাজসেবা কর্মকর্তা মাহবুবুর রহমান সুজন,পল্লী উন্নয়ন অফিসার রায়হান হক,সদর ইউনিয়ন চেয়ারম্যান বোরহান উদ্দিন, উপজেলা আ,লীগের উপদেষ্টা আব্দুস সোবহান আখঞ্জি,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম,যুবলীগ আহবায়ক  হাফিজউদ্দিন পলাশসহ ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
    আগামী ১৯ তারিখ পর্যন্ত পর্যায়ক্রমে অন্যান্য ইউনিয়নে বাছাই কার্যক্রম চলবে। এই কার্যক্রমকে সঠিক পথ বলে অবহিত করে উপজেলার সচেতন মহল বর্তমান সরকারের প্রশংসা করেন।