উন্নয়নের ধারাবাহিকতা রাখতে নৌকায় ভোট চেয়েছেন ইমরান আহমদ

    0
    222

    আমারসিলেট24ডটকম,২৯ডিসেম্বরঃ স্বাধীনতার চেতনা, গনতন্ত্র ও উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট চেয়ে সিলেট-৪ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য ইমরান আহমদ বলেছেন, আওয়ামীলীগ যখনই ক্ষমতায় আসে তখনই গরীব, মেহনতি ও সুবিধাবঞ্চিত জনগনের উন্নয়ন ঘটে থাকে। তিনি উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে একাত্তরের পরাজিত দেশদ্রোহী শক্তির বিরুদ্ধে মুক্তিযোদ্ধের স্বপক্ষের শক্তিকে আগামী ৫ জানুয়ারীর নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার সরকারকে পুনরায় ক্ষমতায় নিয়ে আসার আহবান জানান।

    তিনি গত ২৯ ডিসেম্বর রোববার কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগকালে  কাঠালবাড়ী দাখিল মাদ্রাসা মাঠ, বটেরতল সৈয়দশাহ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ, বাঘারপাড় গ্রাম, পাড়–য়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ, ভোলাগঞ্জ বাজার, নারাইনপুর গ্রাম, শাহ আরপিন বাজার ও ছনবাড়ি নিম্নমাধ্যমিক বিদ্যালয় মাঠে পথসভায় একথা বলেন। পথসভা শেষে বিকালে স্থানীয় টুকেরবাজার কলেজ মাঠে পশ্চিম ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, ইতিমধ্যে আওয়ামীলীগ আগামী সরকার গঠনের লক্ষ্যে বিনা প্রতিদ্বন্ধিতায় সংখ্যাগরিষ্ঠতায় এগিয়ে রয়েছে। অবশিষ্ট আসনেও মুক্তিযোদ্ধের চেতনাধারী জনগন নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামীলীগকে জয়ী করে জনগনের সেবা করার সুযোগ করে দেবে।

    পশ্চিম ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোহাম্মদ রফিক আহমদের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মছব্বিরের পরিচালনায় জনসভায় প্রধান অতিথি এমপি ইমরান আহমদ নৌকা প্রতীকে ভোট চেয়ে জনগনের সেবায় সকল মহলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এডিশনাল পিপি মাহফুজুর রহমান মাহফুজ, সদস্য এডভোকেট আজমল আলী, অস্থায়ী উপজেলার চেয়ারম্যান ইয়াকুব আলী, গোয়াইনঘাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, প্রবীন আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুন নুর, মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক জয়নাল আবেদিন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, উত্তর রণিখাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরিদ উদ্দিন,  উপজেলা আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান ভুট্টু, উপজেলা শ্রমিকলীগ সভাপতি আব্দুল ওয়াদুদ, কৃষকলীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী।

    অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক শফি উদ্দিন রেনু, প্রচার সম্পাদক বজলু মিয়া পাঠান, উপজেলা যুবলীগ আহবায়ক ইকবাল হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক শাহ আলম,  তেলিখাল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি কমর উদ্দিন, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা শাহ মোঃ জামাল উদ্দিন, হারুনুর রশিদ, যুবলীগ নেতা ডাঃ ওয়াহিদ রেজা, গোলাম কিবরিয়া, রাসেল আহমদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট শাহজাহান, সাবেক সাধারণ সম্পাদক গুলজার হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক মুহাম্মদ বেলাল আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা আমজাদ আলী, জুয়েল রানা, কামাল হোসেন, মীর আল মমিন, এম সোহেল আহমদ, সোহেল রানা, যুবলীগ নেতা চান মিয়া,  জুয়েল আহমদ, সুহেল আহমদ, শ্রমিকলীগ নেতা মনু মিয়া, আলী আব্বাস, শাহ মোহাম্মদ আবু সালাম, আব্দুল আউয়াল, আমির হোসেন প্রমুখ।