ঈমান অাক্বিদা সংরক্ষন কমিটির ডাকে জৈন্তাপুরে প্রতিবাদ সভা

    0
    249

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১০মার্চ,রেজওয়ান করিম সাব্বির,জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধিঃ গতকাল ৯ মার্চ বিকাল ৩টায় জৈন্তাপুর উপজেলার দরবস্ত বাজার মঞ্চে ঈমান অাক্বিদা সংরক্ষন কমিটির ডাকে হরিপুর বাজার মাদ্রাসার দাওরা হাদিস বিভাগের শেষ বর্ষের ছাত্র হাফিজ মাওলানা মুজ্জামিল হত্যা এবং অালিম উলামাদের উপর মামলা দায়েরের প্রতিবাদে বিশাল প্রতিবাদ সভা অনুষ্টিত হয়৷

    সমাবেশে বক্তব্য রাখেন পুর্ব সিলেট এদারার মহাসচিব আল্লামা আলিমুদ্দিন দুর্লভপুরি, হরিপুর বাজার মাদরাসার মুহতামিম অাল্লামা হিলাল অাহমদ, আল্লামা শামসুদ্দিন (দুর্লভপুরি) শায়খুল হাদিস নজরুল ইসলাম ক্বাসেমী, এডভোকেট শাহিনুর পাশা চৌধুরী এম পি, আতাউর রহমান (কোম্পানীগঞ্জী), মাওলানা আব্দুল মান্নান, প্রিন্সিপাল জাহিদুল ইসলাম, মুফতি জিল্লুর রহমান ক্বাসেমী, মাওলানা ওলিউর রহমান, মাওলানা মইনুদ্দিন (আকুনী), ক্বারী হারুনুর রশিদ (চতুলী), ৫নং বড় চতুল ইউপির চেয়ারম্যান মাওলানা আবুল হুসাইন (চতুলী),  মাওলানা আব্দুল মালিক, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, চরািকাটা ইউপি চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল, দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, ফতেহপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ, জেলা পরিষদের সদস্য সাবেক জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহিবুর রহমান মুহিব, শহীদ মুজ্জাম্মিলের বাবা ফরিদ আহমদ, সাইদ আহমদ, এডভোকেট মুহাম্মদ আলী প্রমুখ৷

    প্রতিবাদ সমাবেশে বক্তরা বলেন মুজ্জামিলের খুনিরা গ্রেফতার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবনা। প্রয়োজনে সিলেট তামাবিল মহাসড়ক অচল করে দেওয়ার মত কর্মসূচী পালন করার কথা বলেন৷ পরে সমাবেশ হতে পরবর্তী কর্মসূচী ঘোষনা করা হয়৷ কর্মসূচী গুলোর মধ্যে ১১ মার্চ জৈন্তাপুরে বিশাল মানববন্ধন, ১৭ মার্চ জাফলংয়ে বিশাল সমাবেশ পালেন৷