ঈদ-পূজায় মাসিক বেতনের সমান বোনাস প্রদানের দাবি

    0
    249

    “মৌলভীবাজারে শেরপুরে হোটেল শ্রমিক ইউনিয়নের মিছিল সমাবেশ”

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,৮সেপ্টেম্বর, আলী হোসেন রাজনঃ আসন্ন ঈদুল আজহা ও দূর্গা পূজায় প্রত্যেক হোটেল শ্রমিকদের মাসিক বেতনের সমপরিমান উৎসব বোনাস প্রদান, হোটেল সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রম আইন কার্যকরের দাবিতে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে হোটেল শ্রমিক ইউনিয়ন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। ৮ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে হোটেল শ্রমিক ইউনিয়ন শেরপুর আঞ্চলিক কমিটির উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি শেরপুর গোলচত্ত্বর প্রদক্ষিণ করে যাত্রী ছাউনীর সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ করে।

    হোটেল শ্রমিক ইউনিয়ন শেরপুর আঞ্চলিক কমিটির সভাপতি শংকর দাশের সভাপতিত্বে অনুষ্টিত সমাবেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ-২৩০৫ এর সভাপতি মোঃ মোস্তফা কামাল এবং সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ ১৯৩৩ এর সহকারী সাধারণ সম্পাদক রমজান আলী পটু ও সিলেট মহানগর কমিটির সহ-সভাপতি আরিফুল ইসলাম।

    শেরপুর আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক এমডি দুলাল আহমেদের পরিচালনায় অনুষ্টিত সমাবেশে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ-২৩০৫ এর সাধারণ সম্পাদক মীর মোঃ জসিমউদ্দিন, আঞ্চলিক কমিটির সহ-সভাপতি রোমেল আহমেদ, কোষাধ্যক্ষ আমরুল হোসেন প্রমূখ। সমাবেশ বক্তারা বলেন হোটেল মালিকরা দেশের প্রচলিত শ্রমআইন অনুযায়ী ৮ঘন্টা কাজ, সাপ্তাহিক ছুটি , চিকিৎসা ছুটি, উৎসব ছুটি, নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিসবুক প্রদান না করায় শ্রমিকরা আইনগত অধিকার হতে বঞ্চিত হচ্ছে।

    হোটেল সেক্টরে  সরকার ঘোষিত নিম্নতম মজুরির গেজেট অনুযায়ী সকল হোটেল শ্রমিক উৎসব বোনাস, যাতায়াত ভাতা, চিকিৎসা ভাতা এবং বাড়িভাড়া পাওয়ার অধিকারী হলেও শ্রমিকরা কোন সুযোগ সুবিধাই পা্েচ্ছ না। এমনকি গত ঈদুল ফিতরের আগে হোটেল মালিক সমিতি সকল হোটেল শ্রমিকদের মাসিক বেতনের সমপরিমান বোনাস প্রদান, সরকার ঘোষিত নিম্নতম মজুরির গেজেট ও শ্রম আইন বাস্তবায়ন এবং শ্রমিক ছাঁটাই বন্ধ করার প্রেক্ষিতে লিখিত চুক্তি করলেও ঈদুল ফিতরে চুক্তি অনুযায়ী উৎসব বোনাস প্রদান করেননি।

    বক্তারা আরও বলেন শুধু আইনগতভাবে নয় ধর্মীয় মূল্যবোধ ও মানবাধিকারের দিক থেকেও হোটেল শ্রমিকদের বোনাস ন্যায্য অধিকার। উল্লেখ্য একই দাবিতে আগামী ১১ সেপ্টেম্বর কুলাউড়ায়, ১৩ সেপ্টেম্বর জেলা শহরে এবং ১৫ সে্েপ্টম্বর বাংলাদেশ হোটেল-রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন রেজিঃ বি-২০৩৭ ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জেলা শহরে মিছিল-সমাবেশের কর্মসূচি পালিত হবে।  এদিকে গত ৭ সেপ্টেম্বর সোমবার রাত ৮ টার সময় হোটেল শ্রমিক ইউনিয়নের জেলা শহরের কুসুমবাগ এলাকার শ্রমিকদের উদ্যোগে এক কর্মীসভা অনুষ্টিত হয়।

    শহরের চৌমুহনা এলাকায় সংগঠনের কার্যালয়ে অনুষ্টিত কর্মীসভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ-২৩০৫ এর সভাপতি মোঃ মোস্তফা কামাল। কর্মীসভায় বক্তব্য রাখেন ইউনিয়নের সহ-সভাপতি আব্দুল আজিজ প্রধান, সাধারণ সম্পাদক মীর মোঃ জসিমউদ্দিন, সহ-সাধারণ সম্পাদক শাহিন মিয়া, কোষাধ্যক্ষ তারেশ বিশ্বাস সুমন। কর্মীসভায় সর্বসস্মতিক্রমে মোঃ হাসনান আলমকে আহবায়ক এবং মোঃ সোহেল আহমেদ আকাশ ও মোঃ বাচ্চু মিয়াকে যুগ্ম-আহবায়ক করে ৯ সদস্য বিশিষ্ট হোটেল শ্রমিক ইউনিয়ন কুসুমবাগ আঞ্চলিক কমিটি গঠন করা হয়।