ঈদের ছুটি শেষ হলেও শ্রীমঙ্গলে পর্যটকদের ভীড়

    0
    311

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,৩০জুন,শিমুল তরফদারঃ ঈদ আনন্দ যেন শেষ হতে চাইছেনা ভ্রমনপিপাসুদের জীবন থেকে।ঈদের চার দিন অতিবাহিত হলেও  শেষ হয়ে গেছে ঈদের ছুটি, তবে চায়ের রাজধানী সবুজের রাজ্য শ্রীমঙ্গলে এখনো রেশ কাটেনি ঈদ আনন্দের। এখনো এখানে বিরাজ করছে ঈদের আমেজ। বৈরি আবহাওয়া, টানা বর্ষণ কিছুই ঠেকাতে পারছেনা পর্যটকদের স্রোত। ঈর্দে ছুটি শেষে বরং ভীড় আরো বাড়তে শুরু করেছে। নৈস্বর্গিক সুন্দর অঞ্চলটিতে দেশী-বিদেশী পর্যটকদের এখন উপচে পড়া ভীড় এখনো লক্ষ্য করা যাচ্ছে।

    সরোজমিনে ঘুরে দেখা গেছে থেমে থেমে বৃষ্টি, পিচ্ছিল পথঘাট- দিনভর আবহাওয়ার এমন বৈরী আচরণের মাঝেও পরিবার পরিজন আর বন্ধু বান্ধবদের নিয়ে অনেকে যে যার মত করে ঘুরে বেড়াচ্ছেন আকাঁবাকা পাহাড়ী পথ ধরে। সারি সারি চা বাগান, উচু টিলা পাহার, গভীর অরন্যে জানা অজানা হাজারও বৃক্ষের সমাহার। একবার নয় যেন বারবার ফিরে আসতে ইচ্ছে করে প্রকৃতির এমন শীতল ছায়ায়। তাইতো প্রাণ ভরে এমন শীতল প্রকৃতির স্পর্শ নিতে হাজার হাজার পর্যটকের সমাগমে মুখরিত শ্রীমঙ্গলের সব গুলো পর্যটন এলাকা।

    অনেকে ঈদের আগেই পরিবার পরিজন নিয়ে পর্যটন এলাকার পাশে গড়ে উঠা রেষ্ট হাউস ও রির্সোটগুলোতে করেছেন রাত্রিযাপন। ছুটিতে নির্মল সবুজের স্বাদ নিতে চায়ের রাজধানী শ্রীমঙ্গলের বিটিআরআই, লাউয়াছড়া, বধ্যভুমি ৭১, বণ্যপ্রাণী সেবা ফাউন্ডেশন, বাইক্কাবিল, খাসিয়া পুঞ্জি, নীলকন্ঠ দশ কালার চায়ের দোকান গুলোতে পর্যটকদের উপচে পরা ভীড় লক্ষ করা গেছে।