ইয়েমেন মসজিদে আত্মঘাতী বোমায় কমপক্ষে ২৯ মুসল্লি নিহত

    0
    280

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৪সেপ্টেম্বর:  ইয়েমেনের রাজধানী সানার একটি মসজিদে ঈদুল আজহার নামাজ চলাকালে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ২৯ জন মুসল্লি নিহত হয়েছেন।

     ইয়েমেনের আল- মাসিরাহ টেলিভিশন নেটওয়ার্ক জানিয়েছে, আজ বৃহস্পতিবার সকালে সানার আল-বালিলি শিয়া মসজিদে ঈদের নামাজের সময় দুটি আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। এতে ২৯ জন নিহত হওয়ার পাশাপাশি কয়েক ডজন মানুষ আহত হয়েছেন।

    খবরে আরও বলা হয়েছে, ঈদের নামায চলাকালে এক সন্ত্রাসী মহিলাদের পোশাক পরে মসজিদের ভেতরে ঢুকে একটি বোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় মুসল্লিরা ছোটাছুটি করে মসজিদের ফটক দিয়ে বের হওয়ার চেষ্টা করলে ফটকের কাছে আরেক সন্ত্রাসী নিজের শরীরে বাঁধা বোমার বেল্ট খুলে বিস্ফোরণ ঘটায়। এতে হতাহতের ওই ঘটনা ঘটে।

    এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী আত্মঘাতী এই বোমা হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে সানা কর্তৃপক্ষ বলছে, তাকফিরি গোষ্ঠী আইএসআইএল এই হামলা   চালাতে পারে।

    এর আগে চলতি মাসের ২ তারিখে সানার আল-মোয়ায়েদ মসজিদে জোড়া বোমা হামলায় অন্তত ২৮ জন নিহত হয়। উগ্র তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী আইএসআইএল এ হামলার দায়িত্ব স্বীকার করেছে।

    এছাড়া, জুন মাসে সানার কুবাত আল-মাহদি মসজিদে এ ধরনের আরেক হামলায় অন্তত তিনজন নিহত হয়েছিল। আইএসআইএল সে হামলারও দায়িত্ব স্বীকার করে বলেছিল- হুথিদের লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে।ইরনা