ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট সালেহ’র মাথার মূল্য ঘোষণা

    0
    230

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৮জুলাইঃ ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ’র মাথার মূল্য ঘোষণা করেছে সৌদি আরবের একজন ধনকুবের। তিনি ইয়েমেনে সৌদি আগ্রাসন সমর্থন করে সালেহকে হত্যার জন্য এ পুরস্কার ঘোষণা করেছেন।

    সা’দ আবদুল হাদি আনজি নামে এ ধনকুবের তার টুইটার পেইজে লিখেছেন, যদি কেউ আলী আব্দুল্লাহ সালেহকে হত্যা করতে পারে তাহলে পুরস্কার হিসাবে ৩৫টি অ্যাপার্টমেন্ট, একটি লেক্সাস এসইউভি গাড়ি এবং একটি স্পোর্টস সেন্টার দেয়া হবে। সৌদি আরবের এ ধনকুবের প্রিন্স মাশআল বিন সৌদ স্পোর্টস সেন্টারের পরিচালক এবং আন-নাসর এফসি ফুটবল ক্লাবের একজন সদস্য।

    ইয়েমেনে সৌদি আরবের কাপুরুষোচিত আগ্রাসনের বিরুদ্ধে জনপ্রিয় আনসারুল্লাহ যোদ্ধাদের প্রতিরোধের প্রতি সমর্থন ঘোষণা করার পর আলী আবদুল্লাহ সালেহকে হত্যার ঘোষণা দিলেন সৌদি ওই ধনকুবের।

    গত ২৬ মার্চ থেকে সৌদি আরব দারিদ্রপীড়িত ইয়েমেনে বর্বর আগ্রাসন শুরু করেছে। সৌদি আরবের বিমান হামলায় এ পর্যন্ত অন্তত ২,৬০০ মানুষ নিহত ও ১১,০০ আহত হয়েছে।সুত্রঃইরনা