ইয়েমেনের বিরুদ্ধে স্থল আগ্রাসন শুরু করল সৌদি আরব

    0
    235

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৮আগস্ট: ইয়েমেনের বিরুদ্ধে স্থল আগ্রাসন শুরু করেছে  সৌদি আরব এবং দেশটির  পদাতিক বাহিনী ইয়েমেনের উত্ত বাহিনী ঢোকার দাবি করা হয়েছে।

     সৌদি সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ আসিরি দাবি করেন, দেশটির জিজান প্রদেশ সংলগ্ন ইয়েমেনের উত্তরাঞ্চলে তার বাহিনী ঢুকেছে। আগ্রাসন চালিয়ে সৌদি সেনারা ইয়েমেনের কিছু অংশ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়ার পর সেখানে তাদের নিয়ন্ত্রণ বজায় রয়েছে বলেও দাবি করেন তিনি।

     স্থল আগ্রাসন চালানোর কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি দাবি করেন, সম্প্রতি সৌদি আরবের বিরুদ্ধে অনেক হামলা করেছে ইয়েমেনের আনসারুল্লাহ যোদ্ধা ও তাদের মিত্র বাহিনী।  এ ছাড়া আনসারুল্লাহ যোদ্ধারা সৌদি আরবে ঢোকারও চেষ্টা করেছে। তিনি বলেন, সৌদি সেনারা সাময়িকভাবে স্থল আগ্রাসন চালিয়েছে এবং ইয়েমেনের ভূমি দখলের কোনো ইচ্ছা তাদের নেই।

    বুধবার আনাসারুল্লারাঞ্চলে ঢুকে পড়েছে। রিয়াদের এক সামরিক কর্মকর্তা এ  দাবি করেছেন। ইয়েমেনি বাহিনীর প্রতিশোধমূলক পাল্টা হামলা ঠেকানোর জন্য ওই এলাকায় সৌদিহ যোদ্ধাদের স্কাড ক্ষেপণাস্ত্র হামলায়  বেশ কয়েকজন সৌদি সেনা নিহত হয়। সৌদি আরবের জিজান প্রদেশের হামিয়েহ বিদ্যুৎ কেন্দ্রের উপর ওই হামলা চালানো হয়েছিল। irna