ইসলামী ছাত্রসেনা চুনারুঘাট উপজেলা কাউন্সিল সম্পন্ন

    0
    237

    আমারসিলেট24ডটকম,৩১মার্চঃ বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চুনারুঘাট উপজেলা শাখার অনুগামী সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার সকাল ১১ ঘটিকায় স্থানীয় বাল্লা রোডস্থ আল-মদিনা সুপার মার্কেটের ২য় তলায় বিদায়ী সভাপতি আজিজ ইকবালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুনুর রশীদের পরিচালনায় অনুষ্ঠিত অনুগামী সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হবিগঞ্জ জেলা সভাপতি অধ্যাপক মাওলানা শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ইসলামী ফ্রন্টের দপ্তর সম্পাদক কাজী মোঃ জামাল মিয়া, সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক এস.এম সুলতান খান। প্রধান নির্বাচন কমিশনার হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা হবিগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক বায়েজীদ আহমদ। সভায় বক্তাগণ বলেন আহলে সুন্নাত ওয়াল জমা’আতের আদর্শবাহী একক ছাত্র সংগঠন দেশের সুন্নী জনতাকে এক ফ্লাটপ্রমে নিয়ে আসার লক্ষে ১৯৮০ইং ২১শে জানুয়ারি তৎকালীন ছাত্রনেতা মাওলানা এম.এ মান্নান ও মাওলানা এম.এ মতিনের নেতৃত্বে ছাত্র সংগঠন ইসলামী ছাত্রসেনা প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনের আদর্শ উদ্দেশ্যকে সামনে রেখে সংগঠনের কার্যক্রম পরিচালনা করার এক পর্যায়ে বেশ কিছু ছদ্দবেশী মোনাফেক ডুকে পরে সংগঠনের ভেতরে। ওই সমস্ত মোনাফেকদেরকে ছাটাই করে আজ সংগঠন বাংলাদেশের মানচিত্রে জাতীয় সংগঠন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট নামে জাতির নিকট গ্রহণযোগ্যতা পেয়েছে।

    ঠিক সেই মুহুর্তে কিছু সংখ্যক মোনাফেক দলের নামে তাল বাহানা করে বেড়িয়ে বিভ্রান্ত সৃষ্টি করতেছে। সেইসব বেইমানদের থেকে সর্তক থাকার জন্য সকল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। সভায় সর্ব সম্মতিক্রমে হাফিজ আহমদ তালুকদারকে সভাপতি, মোঃ বিলাল মিয়া সহ-সভাপতি, মোহাম্মদ মামুনুর রশীদ সাধারণ সম্পাদক, মোদাচ্ছির রহমান সিরাজী সহ-সাধারণ সম্পাদক, মোঃ আব্দুল আউয়াল সুমন সাংগঠনিক সম্পাদক, মোঃ আব্দুল মালেক অর্থ সম্পাদক, মোস্তাফিজুর রহমান, প্রচার সম্পাদক, রহমত আলী গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক, মোঃ নূর উদ্দিন সুমন তথ্য ও গবেষনা সম্পাদক, মোঃ নাসির উদ্দিন চৌধুরী দপ্তর সম্পাদক, তোফায়েল আহমদ চৌধুরী সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক, রেজাউল মোস্তফা রেজা ছাত্র কল্যাণ সম্পাদক ও এইচ এম শামীমকে স্কুল বিষয়ক সম্পাদক নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট ২০১৪-১৫ সেশনের বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চুনারুঘাট উপজেলা কার্যকরী কমিটি গঠন করা হয়।