‘ইসরাইল সিরিয়ায় স্থল-অভিযান চালাতে পারে’

    0
    302

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৮আগস্ট : দখলদার ইহুদিবাদী ইসরাইল সিরিয়ার ভেতরে সেনা অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। ব্রিটেনের দৈনিক ইন্ডিপেন্ডেন্ট গতকাল (সোমবার) এ খবর দিয়েছে।

    ইসরাইলের চ্যানেল টু টেলিভিশন জানিয়েছে, ইসরাইলি সেনারা গত পরশু সীমান্তে সামরিক মহড়া চালিয়েছে। সিরিয়ার ভেতরে সম্ভাব্য স্থল-অভিযান চালানোর পরীক্ষামূলক প্রস্তুতি ও সীমান্তবর্তী শহরগুলো থেকে ইসরাইলি দখলদারদের সরিয়ে নেয়ার প্রস্তুতি যাচাই করা হয় এই মহড়ায়।

    ইসরাইলের চ্যানেল-টেন টেলিভিশনে একজন সামরিক বিশেষজ্ঞ বলেছেন, ইরানের হয়ে হিজবুল্লাহ বা অন্যরা যদি ইসরাইলে হামলা চালায় সেক্ষেত্রে সিরিয়ায় সম্ভাব্য ইসরাইলি হামলার জন্য প্রস্তুত রাখতেই ওই মহড়া চালিয়েছে ইসরাইলি সেনারা।

    হিজবুল্লাহ গোলান পার্বত্য অঞ্চল থেকে ইসরাইলে হামলার যেসব চেষ্টা চালিয়েছে তার পেছনে ইরানই সক্রিয় ছিল বলে সম্প্রতি একজন সিনিয়র কর্মকর্তা দাবি করেছিলেন। গত রোববার ওই ইহুদিবাদী কর্মকর্তা সাংবাদিকদের বলেছেন, এটা স্পষ্ট গত দুই বছরে গোলানে যেসব ‘সন্ত্রাসী’ হামলা হয়েছে তার পেছনে ছিল ইরান।

    ইসরাইল বিরোধী জনপ্রিয় আসাদ সরকারকে উৎখাতের  লক্ষ্যে ২০১১ সালে সিরিয়ায় বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীদের হামলা শুরু হওয়ার পর থেকে ইসরাইল এই আরব  মুসলিম দেশটিতে বেশ কয়েক বার বিমান হামলা চালিয়েছে।