ইসমাইল মুন্সী ফাউন্ডেশন উদ্যোগে ল্যাপটপ-স্কুল ড্রেস বিতরণ

    0
    200

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৯অক্টোবর,এস এম সুলতানঃ  চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের দারাগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ইসমাইল মুন্সী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাজা আহম্মেদ মুন্সীর আর্থিক সহায়তায় শিক্ষকদের শিক্ষা ব্যবস্থাকে ডিজিটালভাবে পরিচালনা করতে একটি ল্যাপটপ ও সকল ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করেছেন। এ উপলক্ষে গতকাল সোমবার সকাল ১১টায় উপজেলার দারাগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক আলোচনা সভা ও স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলহাজ্ব আজিজুর রহমান মুন্সীর সভাপতিত্বে ও স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষক সমিতির যুগ্ন-সাধারণ সম্পাদক আবুল কাসেমের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার হাসান মোহাম্মদ জুনায়েদ।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাটিয়াজুরী ইউনিয়ন চেয়ারম্যান অ্যাডভোকেট সরকার মোঃ শহীদ, কাচুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও চুনারুঘাট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জালাল উদ্দিন, কালিশিরী জুনিয়র সরকারি স্কুলের প্রধান শিক্ষক মতিউর রহমান, সতং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহির, শেখর চন্দ্র চৌধুরী, মোঃ আব্দুল কাইয়ূম, ইউএস এর ইন্সপেক্টর আব্দুস সামাদ, মোঃ কামরুজ্জামান, আব্দুর রউফ, কৌশল আহম্মদ রনি, পিটিএ জালাল আহম্মেদ ও এসএমসির আব্দুল শহীদ প্রমূখ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ জালাল উদ্দিন। সভার শেষে স্কুল পক্ষ থেকে রাজা আহম্মেদ মুন্সীকে সংবর্ধনা প্রদান করা হয়।