ইরানের কাছে এইচআইভিতে আক্রান্ত দূষিত রক্ত বিক্রি ফ্রান্সের

    0
    226

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৯জুলাইঃ ইরানের কাছে এইচআইভি জীবাণুতে আক্রান্ত দূষিত রক্ত বিক্রির কারণে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীকে ইরানি জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। এ দাবি তুলেছেন ইরানের জাতীয় সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক স্থায়ী কমিশনের চেয়ারম্যান আলাউদ্দিন বোরুজেরদি।

    তিনি বলেছেন, ১৯৮০’র দশকে ইরানের কয়েকটি কোম্পানির কাছে দূষিত রক্ত বিক্রি করেছিলেন ফ্যাবিয়াস। এ কারণে তাকে ক্ষমা চাইতে হবে। ফ্যাবিয়াসের ঘোষিত ইরান সফরের একদিন আগে তিনি এ দাবি জানালেন।

    ১৯৮৪ থেকে ১৯৮৫ সালে লরা ফ্যাবিয়াস যখন ফ্রান্সের প্রধানমন্ত্রী ছিলেন তখন ইরানসহ বেশ কয়েকটি দেশের কাছে দূষিত রক্ত বিক্রি করে প্যারিস। ইচ্ছাকৃতভাবে ওই রক্ত বিক্রির ঘটনায় ফ্যাবিয়াস সরাসরি জড়িত ছিলেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায় এবং ফ্যাবিয়াস ও তার দুই মন্ত্রীর বিরুদ্ধে মানুষহত্যার অভিযোগে চার্জ গঠিত হয়। কিন্তু রহস্যজনক কারণে ফরাসি প্রধানমন্ত্রী আদালত থেকে বেকসুর খালাস পেয়ে যান।

    আলাউদ্দিন বোরুজেরদি বলেন, যেসব দেশের কাছে ফ্রান্স ওই রক্ত বিক্রি করেছিল তাদের প্রায় সব দেশকে পরবর্তীতে ক্ষতিপূরণ দিয়েছে প্যারিস। কিন্তু আজ পর্যন্ত ইরানকে ক্ষতিপূরণ দিতে রাজি হয়নি ফ্রান্স সরকার। তিনি নিজেদের পাওনা আদায় করার জন্য ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান। আগামীকাল বুধবার ইরানি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করতে ফ্যাবিয়াসের তেহরান সফরে আসার কথা রয়েছে।ইরনা