ইরানি নতুন রাডার

    0
    176

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১ সেপ্টেম্বর : ইসলামি প্রজাতন্ত্র ইরান নতুন দুটি রাডার তৈরি করেছে। রাডার ফাঁকি দিতে সক্ষম এমন বিমানকে শনাক্ত করতে পারবে ইরানের নতুন এ রাডার ব্যবস্থা।

    দেশীয় প্রযুক্তিতে ইরান এ দুটি রাডার তৈরি করেছে এবং এগুলো আকাশের অনেক উচ্তায়ও স্টিলথ জঙ্গিবিমান শনাক্ত করতে পারবে। রাডার দুটির নাম দেয়া হয়েছে ‘নাজির’ এবং ‘বিনা’। রাডার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের খাতামুল আম্বিয়া বিমান ঘাঁটির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ফারজাদ ইসমাইলি।

    নাজির রাডার ৮০০ কিলোমিটার দূরের এবং এক লাখ ফুট ওপরের বিমানকে শনাক্ত করতে পারবে। আর বিনা রাডারে রয়েছে থ্রি-ডি সিস্টেম যা ব্যবহার করে যেকোনো রাডার ফাঁকি দিতে সক্ষম বিমানকে শনাক্ত করা যাবে। এছাড়া, ইলেক্ট্রনিক যুদ্ধেও এ রাডারকে ব্যবহার করা যাবে। এরইমধ্যে এ দু ধরনের রাডার ইরানের পাহাড়ি ও দক্ষিণাঞ্চলের সমতল ভূমিতে মোতায়েন করা হয়েছে। রাডার দুটি সম্পর্কে জেনারেল ফারজাদ ইসমাইলি বলেন, এ ধরনের রাডার মধ্যপ্রাচে এবং সারাবিশ্বে অদ্বিতীয়। irna