ইরাকে ২০০৯ সালে পাঁচ সহকর্মীকে হত্যা করায় মার্কিন আর্মি সার্জেন্ট জন রাসেলের যাবজ্জীবন কারাদণ্ড

    0
    230
    ইরাকে ২০০৯ সালে পাঁচ সহকর্মীকে হত্যা করায় মার্কিন আর্মি সার্জেন্ট জন রাসেলের যাবজ্জীবন কারাদণ্ড
    ইরাকে ২০০৯ সালে পাঁচ সহকর্মীকে হত্যা করায় মার্কিন আর্মি সার্জেন্ট জন রাসেলের যাবজ্জীবন কারাদণ্ড

    ঢাকা, ১৭ মে : ইরাকে ২০০৯ সালের মে মাসে পাঁচ সহকর্মীকে হত্যা করায় দোষী সাব্যস্ত মার্কিন সৈন্য আর্মি সার্জেন্ট জন রাসেলকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। একই সঙ্গে  সামরিক বাহিনী থেকে তাকে বরখাস্ত করা হয়েছে। ইরাকে সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি ক্যাম্প লিবার্টিতে যুদ্ধ সংক্রান্ত মানসিক চাপ থেকে অসুস্থ হয়ে পড়া সৈন্যদের একটি ক্লিনিকে ওই হত্যাকাণ্ড চালানোয় গত সপ্তাহের গোড়ার দিকে আর্মি সার্জেন্ট জন রাসেলকে দোষী সাব্যস্ত করা হয়।
    রাসেল মৃত্যুদণ্ড থেকে রেহাই পেতে গত মাসে এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেন। যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ওয়াশিংটনে জয়েন্ট বেস লিউয়িস-ম্যাককর্ডে তার আইনজীবীদের সিদ্ধান্তে তিনি হত্যাকাণ্ডের দায় স্বীকার করেন। এর আগে তিনি এর দায় অস্বীকার করেছিলেন।
    সামরিক মুখপাত্র বারবারা জুনিয়াস বলেন, বৃহস্পতিবার রাসেলকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় এবং সামরিক বাহিনী থেকে তাকে বরখাস্ত করা হয়। প্রসঙ্গত রাসেলকে তৃতীয়বারের মতো দায়িত্ব পালনের জন্য ইরাকে পাঠানো হয়েছিল এবং তার ইউনিট সে সময় ইরাক ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল।