ইরাকের দুটি প্রাচীন বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছে সন্ত্রাসী গোষ্ঠী

    0
    152

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৭মার্চইরাকের নিনেভা প্রদেশের কেন্দ্রীয় শহর মসুলের দুটি প্রাচীন বিশ্ববিদ্যালয় ধ্বংস করে দিয়েছে সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল। জার্মান বার্তাসংস্থা জানিয়েছে, আইএসআইএল সন্ত্রাসীরা মসুলের মেইদান এলাকায় উনবিংশ শতাব্দিতে প্রতিষ্ঠিত ‘হামুল কাদু’ বিশ্ববিদ্যালয়ে হানা দিয়ে সেখানকার সব মালামাল লুট করার পর তা ধ্বংস করে দিয়েছে। বিস্ফোরকের সাহোয্যে এটি ধ্বংস করা হয়।

    বিশ্ববিদ্যালয় ধ্বংসের ভিডিও চিত্র বিভিন্ন টিভি চ্যানেলে সম্প্রচারিত হয়েছে। এছাড়া উসমানীয় আমলে প্রতিষ্ঠিত ‘সাবুনচি’ বিশ্ববিদ্যালয়ও ধ্বংস করেছে আইএসআইএল সন্ত্রাসী গোষ্ঠী।

    এর আগেও সন্ত্রাসীরা মুসেলের আরো কয়েকটি বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছে। মসুল শহর দখল করার পর থেকেই সেখানে সভ্যতার নিদর্শন ধ্বংস শুরু করেছে আইএসআইএল। ইরাকের মসুল জাদুঘর গুঁড়িয়ে দেওয়ার পর  নিমরুদ শহরেও একই ধরনের অভিযান চালিয়েছে তারা। বুলডোজার দিয়ে পুরাতাত্ত্বিক নিদর্শন গুঁড়িয়ে দেওয়া শুরু করেছে আইএসআইএল। শহরটিতে তিন হাজার বছরের পুরোনো অ্যাসিরীয় সভ্যতার নিদর্শন রয়েছে।ইরনা