ইমাম শেরে বাংলা (রহ.) রিসার্চ একাডেমীর কনফারেন্সে বক্তারা

    0
    304

    “বাংলাদেশে সুন্নীয়ত প্রতিষ্ঠায় ইমাম শেরে বাংলা চিরস্মরণীয় হয়ে থাকবেন” 

    ইমাম শেরে বাংলা (রহ.) রিসার্চ একাডেমীর উদ্যোগে ইমাম শেরে বাংলা (রহ.)’র ৫১তম ওফাত বার্ষিকী উপলক্ষে ইমাম শেরে বাংলা কনফারেন্স ২৮ এপ্রিল রবিবার বিকাল ৩টা হতে জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া সংলগ্ন ষোলশহর আলমগীর খানকাহ শরীফে অনুষ্ঠিত হয়। আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মহসিন এর সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য রাখেন আন্জুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারী জেনারেল আলহাজ্ব মুহাম্মদ আনোয়ার হোসেন। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মন্জুর আলম।

    বিশেষ অতিথি ছিলেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ¦ সুফি মুহাম্মদ মিজানুর রহমান, আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ সিরাজুল হক। কন্ফারেন্সে বক্তারা বলেন, আক্বীদার বিশুদ্ধতা ব্যতিত কোন ব্যক্তি প্রকৃত মুসলমান হতে পারে না। বিশ্বে সাধারণ মুসলমানের ইমাম আক্বীদা ধ্বংস করার জন্য যখন বিভিন্ন বাতিল সম্প্রদায় মাথাচাড়া দিয়ে উঠেছে তখনি ইমাম শেরে বাংলা (রহ.) তার ক্ষুরধার লেখনী, জ্ঞানগর্ভ বক্তব্য ও তর্ক যুক্তির মাধ্যমে মানুষকে সুন্নিয়তের প্রতি আহ্বান জানান এবং বাতিল পন্থীদের কবর রচনা করেন।

    বিশ্বে সুন্নীয়তের বীজ বপনের ক্ষেত্রে ইমাম শেরে বাংলা (রহ.)’র অবদান চির স্মরণীয় হয়ে থাকবে। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের চেয়ারম্যান মাওলানা সৈয়দ মুহাম্মদ ইউনুস আযিযী রজভী। সংগঠনের মহাসচিব আলহাজ মাওলানা আবদুল আউয়াল আলকাদেরী ও মাওলানা ইকবাল হোসাইন আলকাদেরীর যৌথ স ালনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন শেরে মিল্লাত আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী।

    আলোচনায় অংশ নেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আলকাদেরী, আনজুমান রিসার্চ সেন্টারের মহাপরিচালক বিশিষ্ট লেখক ও গবেষক আল্লামা এম.এ মান্নান, শায়খুল হাদিস আল্লামা হাফেজ সোলাইমান আনসারী, শায়খুল হাদিস আল্লামা কাজী মুহাম্মদ মুঈনুদ্দীন আশরাফী, আল্লামা মুফতি কাজী মুহাম্মদ আব্দুল ওয়াজেদ, মুহাদ্দিস হাফেজ আশরাফুজ্জামান আলকাদেরী, ড. আ ত ম লিয়াকত আলী, ইমাম শেরে বাংলা (রাহ.)’র শাহাজাদা আলহাজ্ব সৈয়দ বদরুল হক আলকাদেরী, আলহাজ্ব মাওলানা আবুল হাশেম শাহ্, আলহাজ্ব মাওলানা হাফেজ আনিসুজ্জামান, আলহাজ্ব মাওলানা আবুল আসাদ জোবাইর রজভী, মাওলানা গোলাম মোস্তফা মুহাম্মদ নুরুন্নবী, মাওলানা জিয়াউল হক রেজভী, গাউসিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মদ কমিশনার, মহাসচিব শাহজাদ ইবনে দিদার, আলহাজ্ব মুনির আহমদ, মাওলানা জসিম উদ্দীন, সৈয়দ মুহাম্মদ আবু আজম, মাওলানা ইলিয়াছ আলকাদেরী, মাওলানা সৈয়দ আবু নওশাদ নঈমী, কাজী তৌহিদুল আলম আল কাদেরী, মাওলানা সেকান্দর হোসেন আলকাদেরী, মাওলানা তারেকুল ইসলাম, মাওলানা ক্বারী ইব্রাহিম, মাওলানা কাশেম তাহেরী, মাওলানা রাশেদুল ইসলাম, শায়ের মাছুমুর রশিদ কাদেরী, মাওলানা মুহাম্মদ ইদ্রিস, হাফেজ মুহাম্মদ আতিকুর রহমান, মুহাম্মদ আসাদুজ্জামান, মুহাম্মদ ওসমান গণী প্রমুখ।