ইভটিজিং রোধে সামাজিক ঐক্য গড়ে তুলতে কমলগঞ্জে স্কুল শিক্ষার্থীদের র‌্যালী

    0
    215

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৪মে,শাব্বির এলাহীঃ ইভটিজিং রোধে জনসচেতনতা বৃদ্ধি ও প্রচারণার অংশ হিসেবে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর হাজী মোঃ উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। বৃহষ্পতিবার সকাল ১১টায় র‌্যালীটি শমশেরনগর বাজার প্রদক্ষিণ করে বিদ্যালয়ে গিয়ে শেষ হয়।

    ‘ইভটিজিং একটি সামাজিক সমস্যা, ইভটিজিং রোধে সামাজিক ঐক্য গড়ে তুলোন’ এই শ্লোগানকে সামনে রেখে শমশেরনগর হাজী মোঃ উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা র‌্যালী বের করে। বিদ্যালয়ের শত শত শিক্ষার্থীদের অংশগ্রহণে র‌্যালীতে শিক্ষক-শিক্ষিকা, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, স্থানীয় পুলিশ প্রশাসন অংশগ্রহণ করে।

    হাজী মোঃ উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও পিটিএ কমিটির সদস্য সচিব বিপ্লব ভূষণ দাস জানান, বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ২০১৪ সালের ৩০ ডিসেম্বর একটি পরিপত্রের আলোকে ইভটিজিং রোধে এলাকায় জনসচেতনতা বাড়াতে ও প্রচার চালানোর অংশ হিসেবে পিটিএ কমিটির উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে র‌্যালী বের করে এলাকা প্রদক্ষিণ করে।