ইন্দোনেশিয়ায় বোমা বিস্ফোরণ ও গুলি বিনিময় অন্তত নিহত-৬

    0
    194

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৪জানুয়ারীঃ ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় পরপর কয়েক দফা বোমা বিস্ফোরণ ও গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে।এ ঘটনায় অন্তত ৬ জন নিহত হবার খবর পাওয়া গেছে।

    পুলিশ ধারণা করছে আত্মঘাতী বোমা হামলাকারীসহ ১৪ জন বা তারও বেশি সংখ্যক ইসলামপন্থী জঙ্গী একযোগে হামলা চালায়।

    জানা যাচ্ছে জাকার্তায় জাতিসংঘের কার্যালয়ের কাছেই অবস্থিত সারিনাহ শপিং সেন্টারের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটে , সেই সাথে গোলাগুলির খবরও পাওয়া যাচ্ছে।

    বিবিসি সংবাদদাতা জানাচ্ছেন, পুলিশ পুরো এলাকা ঘেরাও করে রেখেছে। রাস্তায় এখনও স্নাইপার নিয়ে পুলিশের অভিযান চলছেে।

    কারা হামলা চালিয়েছে সে বিষয়ে কোনও কিছু এখনও জানা যায়নি। ঘটনাস্থলের কাছ থেকেই জাতিসংঘের একজন কর্মকর্তা জেরেমি ডগলাস বিবিসিকে জানিয়েছেন বিস্ফোরণের পরপরই গোলাগুলি শুরু হয়।

    বিবিসির ইন্দোনেশিয়া সার্ভিসের সাবেক সম্পাদক কারিশমা ভাস্বানি বলেছেন ‘একদম ভিন্ন স্টাইলে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা’।

    জঙ্গি হুমকির কারণে জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের সবচেয়ে বড় এই মুসলিম দেশে বেশ কিছুদিন ধরেই সতর্কতা বজায় রাখা হয়েছিল।

    হামলার পর স্থানীয় বাসিন্দাদের ঘরের ভেতরে অবস্থান করতে বলেছে জাকার্তার পুলিশ।ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো দেশের মানুষকে ভয় না পেয়ে শান্ত থাকতে বলেছেন।

    এই হামলার পেছনে কারা জড়িত এ নিয়ে কোনও জল্পনা না করতেও ইন্দোনেশিয়ার নাগরিকদের প্রতি আহ্বান জানান মি: উইদোদো।

    ২০০৯ সালে ম্যারিয়ট ও রিটজ হোটেলে হামলার পর জাকার্তায় এটাই সন্ত্রাসী হামলার সবচেয়ে বড় ঘটনা।বিবিসি