ইতিহাস ভেঙে বাগদাদের মেয়র নারী

    0
    207

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২২ফেব্রুয়ারী: ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি রাজধানী বাগদাদের মেয়র হিসেবে একজন মহিলাকে নিয়োগ দিয়েছেন। বাগদাদে এই প্রথম কোনো নারীকে মেয়র হিসেবে নিয়োগ দেয়া হলো।

    ইরাক সরকারের মুখপাত্র রাফেদ জুবুরি আজ শনিবার জানিয়েছেন, জেকরা আলওয়াচ নামে এক সিভিল ইঞ্জিনিয়ারকে বাগদাদের মেয়র হিসেবে নিয়োগ দিয়েছেন হায়দার আবাদি। এর আগে জেকরা উচ্চ শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। মেয়র পদ হচ্ছে রাজধানী শহর বাগদাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদ।

    মেয়র পদে নিয়োগ পাওয়া জেকরা আলওয়াচ সরাসরি প্রধানমন্ত্রীর কাছে সব বিষয়ে রিপোর্ট করবেন এবং পদাধিকারবলে তিনি মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত থাকবেন। রোববার থেকে তিনি তার নতুন দায়িত্ব পালন শুরু করবেন বলে বাগদাদের মিউনিসিপ্যাল সূত্র জানিয়ছে। এর আগে ইরাকের এমন গুরুত্বপূর্ণ পদে আর কোনো নারীকে দায়িত্ব দেয়া হয় নি।

    বাগদাদের আগের মেয়র নাঈম আবুবকে প্রধানমন্ত্রী বরখাস্ত করেছেন। অযোগ্যতার অভিযোগ এনে জনগণ তার বিরুদ্ধে ব্যাপক সমালোচনামুখর ছিল।