“ইডাফ” শ্রীমঙ্গল কর্তৃক আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

    0
    287

    মিনহাজ তানভিরঃ মানবাধিকার সংস্থা “ইন্টারন্যাশনাল ডায়লগ এইট ফাউন্ডেশন-ইডাফ”  শ্রীমঙ্গল শাখার আহবায়ক কমিটি কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে “মানবাধিকার  সুরক্ষায় আমাদের করণীয়” শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজার রোডস্থ গ্রান্ড তাজ হোটেল এন্ড রেস্টুরেন্ট এর হলরুমে.১০ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পুলিশের সিনিয়র সহকারি পুলিশ সুপার ( শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল ) আশরাফুজ্জামান আশিক,  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবদুস ছালেক ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্রীমঙ্গল থানা।

    আরো উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পুলিশের তদন্ত কর্মকর্তা সোহেল রানা ও শ্রীমঙ্গল অনলাইন প্রেস ক্লাবের সভাপতি, amarsylhet24.com সম্পাদক আনিসুল ইসলাম আশরাফী। শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও একুশে টিভি’র জেলা প্রতিনিধি বিকুল চক্রবর্তী এবং সাংবাদিক মামুন আহমদ।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক ফারুক হুসেন এবং সঞ্চালনা করেন আশরাফুল ইসলাম খান।

    অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে স্বাগত বক্তব্য ও আসন গ্রহণের পর প্রধান অতিথিসহ অন্যান্যদের ফুল দিয়ে বরণ করা হয় ।

    এ সময় শ্রীমঙ্গল উপজেলা কর্মকর্তা নজরুল ইসলামকে সিলেট বিভাগীয় শিক্ষা কর্মসূচিতে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হওয়ায় অভিনন্দন হিসেবে ক্রেস্ট  প্রদান করা হয়।

    অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অতিথিবৃন্দ বক্তব্য রাখেন, বিশেষ অতিথির বক্তব্যে আশরাফুজ্জামান আশিক বলেন ”মানবাধিকার রক্ষায় পুলিশ সাংবাদিক মানবাধিকারকর্মী প্রত্যেককে একযোগে কাজ করতে হবে এখানে কেহ প্রতিপক্ষ নয় দেশের সার্থে সবাইকে এক সাথে কাজ করতে হবে।

    প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন “অন্যের উপকার করে যে তৃপ্তি অনুভব করা যায় এরই নাম সুখ এবং অন্যের কল্যাণ করেই কেবল মানবাধিকার রক্ষা করা সম্ভব এবং মানবাধিকার কর্মি হওয়া সম্ভব।  তিনি আরো বলেন মুসলিম সমাজের উচিত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদীনার সনদ কে অনুশীলন করা তাহলে আমাদের মধ্যে মানবাধিকার লঙ্ঘনের সুযোগ থাকবেনা”।

    এসময় আরো উপস্থিত ছিলেন ইডাফ এর ইউসুফ আহমদ সদস্য সচিব, আবু হানিফ,আহবায়ক কমিটির সদস্য, মসুদ আহমেদ, আহবায়ক কমিটির সদস্য সাইদুল ইসলাম সবুজ, সাবেক সভাপতি, নাছির আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক, আব্দুল ওয়াহীদসহ স্থানীয় সমাজসেবী রাজনীতিক সংবাদকর্মীসহ অন্যান্য ব্যক্তি বর্গ।

    পরিশেষে সংস্থার আহ্বায়ক ফারুক হুসেন এর সমাপনী বক্তব্যের মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয।